রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৮:২০ পূর্বাহ্ন

মিয়ানমার সেনা অভ্যুত্থান: অং সাং সুচি র এনএলডি’র সদর দপ্তরে সেনা অভিযানে তছনছ

মিয়ানমার সেনা অভ্যুত্থান: অং সাং সুচি র এনএলডি’র সদর দপ্তরে সেনা অভিযানে তছনছ

 সান সুচি’র ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি বা এনএলডি জানিয়েছে, তাদের দলের সদর দপ্তরে “তল্লাশি ও তছনছ” করেছে দেশটির সেনাবাহিনী।

বিবিসি বার্মিজ বিভাগের পাওয়া তথ্য অনুযায়ী মিয়ানমারে সেনাবাহিনী মঙ্গলবার রাতে দরজা ভেঙ্গে এনএলডির সদর দপ্তরে প্রবেশ করে।

তবে দলটির কোন নেতাকর্মী এসময় সেখানে ছিলেন না।

দেশটিতে হাজার হাজার মানুষ এনএলডিকে সরকার থেকে সরিয়ে সেনা অভ্যুত্থানের প্রতিবাদে আন্দোলন করছে এবং এর মধ্যেই সু চি’র দলীয় দপ্তরে এ হামলার ঘটনা ঘটলো।

অনেকেই অং সান সু চি ও তার দলের সিনিয়র নেতাদের মুক্তি দাবি করছেন।

সূত্র: বিবিসি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design By Rana