বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ০৮:৩৮ অপরাহ্ন
মেসির গোলে এগিয়ে গেল আর্জেন্টিনা। ম্যাচের ২১ মাথায় ডি মারিয়াকে ডি-বক্সে ফাউল করেন ওসমান ডেম্বেলে। পেনাল্টি পেয়ে যায় আর্জেন্টিনা। স্পটকিক থেকে লক্ষ্যভেদ করেন লিওনেল মেসি। এর মাধ্যমে ফাইনালে ফ্রান্সের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে গেল আর্জেন্টিনা।
রোববার বিশ্বকাপের ফাইনালে কাতারের লুসাইল স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা ও ফ্রান্স। গ্রুপ পর্ব, শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনালের বাধা পেরিয়ে ফাইনালের টিকিট কেটেছে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স ও বর্তমান কোপা আমেরিকান চ্যাম্পিয়ন্স আর্জেন্টিনা।
আর্জেন্টিনা দলের নেতৃত্ব দিচ্ছেন লিওনেল মেসি। এছাড়াও থাকবেন অ্যাঞ্জেল ডি মারিয়া, যিনি গ্রুপ পর্বের ফাইনাল রাউন্ডে পোল্যান্ডের বিপক্ষে খেলতে নেমে পায়ে চোট পাওয়ার পর প্রথমবার খেলতে নেমেছেন আজ।
Leave a Reply