বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২৭ অপরাহ্ন
রাজধানীর যাত্রাবাড়ী থানার পুনম সিনেমা হল এলাকায় অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগের একটি দল। এসময় তাদের কাছ থেকে ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- জামাল উদ্দিন দিদার, রবিউল হাসান ও সাদ্দাম হোসেন।
মঙ্গলবার ডিএমপির মিডিয়া উইংয়ের এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। এতে জানানো হয়, সোমবার সন্ধ্যায় যাত্রাবাড়ী থানার পুনম সিনেমা হল এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপির গুলশান বিভাগের গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. গোলাম সাকলায়েন জানান, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা কক্সবাজার থেকে ইয়াবা কিনে পিকআপ ভ্যানে করে ঢাকায় নিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply