শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৫:৫১ পূর্বাহ্ন
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে।
আজ শুক্রবার ভোর ৫টা ৪৮ মিনিটের দিকে ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের উতপত্তিস্থল ছিল মিয়ানমারের হাখা শহরের উত্তর-পশ্চিমে।
রাজধানী ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে আজ শুক্রবার (২৬ নভেম্বর) ভোর ৫ টা ৪৮ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। প্রাথমিকভাবে এর মাত্রা রিখটার স্কেলে ৫ দশমিক ৮ মাত্রা বলে জানা গেছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্যমতে, মিয়ানমারের হাখা থেকে ২০ কিলোমিটার উত্তর-পশ্চিমে। ভূপৃষ্ঠের ৪২ কিলোমিটার গভীরে এ কম্পনের সৃষ্টি হয়।
ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেনবটান বলছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল চট্টগ্রাম থেকে ১৭৫ কিলোমিটার পূর্বে। ভূপৃষ্ঠ থেকে গভীরতা ছিল ৪২ কিলোমিটার।
Leave a Reply