ইউক্রেন যুদ্ধে আরও এক রাশিয়ান জেনারেল নিহত হয়েছেন বলে দাবি করেছেন ইউক্রেনীয় গোয়েন্দারা। ফলে এক সপ্তাহের মধ্যে রাশিয়ান সেনাবাহিনীর দ্বিতীয় জেনারেল ইউক্রেন যুদ্ধে নিহত হলেন।
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোয়েন্দা শাখা জানিয়েছে, ৪১তম সেনাবাহিনীর প্রধান হয়েছিলেন মেজর জেনারেল ভিটালি গেরাসিমভ। অন্যান্য সিনিয়র অফিসারের সঙ্গে পূর্ব ইউক্রেনের শহর খারকিভে সংঘর্ষের সময় তিনিও নিহত হন। খবর গার্ডিয়ানের।
মন্ত্রণালয়ের থেকে আরও দাবি করেছে, দুই রাশিয়ান এফএসবি অফিসারের মধ্যে একটি কথোপকথন মৃত্যু নিয়ে আলোচনা করছে। তারা অভিযোগ করেছেন, তাদের সুরক্ষিত নিরাপত্তা আর ইউক্রেনের অভ্যন্তরে কাজ করছে না।
অনুসন্ধানী সাংবাদিকতা সংস্থা বেলিংক্যাটের এক প্রতিবেদনে বলা হয়েছে, তারা একটি রাশিয়ান সূত্রের মাধ্যমে গেরাসিমভের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
বেলিংক্যাটের নির্বাহী পরিচালক, ক্রিস্টো গ্রোজেভ বলেন, রুশ বাহিনীর কথোপকথনে এফএসবির সিনিয়র কর্মকর্তাকেও শনাক্ত করেছে।
বেলিংক্যাটের নির্বাহী পরিচালক, ক্রিস্টো গ্রোজেভ বলেন, রুশ বাহিনীর কথোপকথনে এফএসবির সিনিয়র কর্মকর্তাকেও শনাক্ত করেছে।
গেরাসিমভ দ্বিতীয় চেচেন যুদ্ধ, সিরিয়ায় রাশিয়ার সামরিক অভিযান এবং ক্রিমিয়ার অধিগ্রহণে অংশ নিয়েছিলেন, এই প্রচারাভিযান থেকে পদক বিজেতা ছিলেন।
গেরাসিমভ সেনাবাহিনীর দ্বিতীয় রাশিয়ান জেনারেল যিনি ভ্লাদিমির পুতিনের ইউক্রেন আক্রমণে এক সপ্তাহের মধ্যে মারা গেলেন।
Leave a Reply