শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২০ পূর্বাহ্ন
ইউক্রেনের রাজধানী কিয়েভে তীব্র হামলা চালাচ্ছে রুশ সেনারা। কিয়েভের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে।
একইসঙ্গে দক্ষিণ, পূর্ব এবং উত্তরের প্রধান ইউক্রেনীয় শহরগুলোতে রাশিয়ার সেনাদের সঙ্গে তুমুল লড়াই চলেছে।
এমন লড়াইয়ের মধ্যে ইউক্রেনের দাবি, রাশিয়ার সাড়ে তিন হাজার সেনাকে হত্যা করেছে তারা।
ইউক্রেনের সামরিক বাহিনীর ফেসবুক পেজে শনিবার এ দাবি করা হয়েছে।
ইউক্রেনের সামরিক বাহিনীর বরাতে যুক্তরাজ্যের গণমাধ্যম বিসিবি জানিয়েছে, চলমান সংঘর্ষে ৩ হাজার ৫০০ রুশ সেনাকে হত্যা করেছে ইউক্রেনীয়ান সেনারা। প্রায় ২০০ জনকে বন্দীও করেছে তারা। এখন পর্যন্ত রাশিয়ার ১৪টি যুদ্ধবিমান, ৮টি হেলিকপ্টার ও ১০২টি ট্যাংক ধ্বংস করেছে ইউক্রেনীয়ান সেনারা।
তবে এসব দাবির সত্যতা যাচাই করতে পারেনি বিবিসি।
তাছাড়া গত বৃহস্পতিবার থেকে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর এখন পর্যন্ত নিজেদের কত সেনা হতাহত হয়েছে, সে সম্পর্কে এখনো কিছুই জানায়নি রাশিয়া।
এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি, ইউক্রেইনের দক্ষিণাঞ্চলীয় শহর মালিতপোল দখল করেছে রুশ সেনারা।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, মালিতপোল শহরের বিমান ঘাঁটি থেকে কয়েকটি বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানানো হয়েছে।
এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছিলেন, শহরটিতে তাদের সেনাদের সঙ্গে রুশদের তুমুল লড়াই হচ্ছে।
Leave a Reply