ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, বৃহস্পতিবার তার দেশে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে অন্তত ১৩৭ ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৩১৬ জন। এদিন ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় এ তথ্য জানান তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।
জেলেনস্কি বলেন, অন্য দেশগুলো ইউক্রেনের ন্যাটোতে যোগদানের প্রতি সমর্থন জানাতে ভয় পেয়েছিল।
তিনি বলেন, ‘কে ইউক্রেনের ন্যাটোতে যোগদানের গ্যারান্টি দিতে প্রস্তুত? সত্যি বলতে সবাই ভয় পায়।’ এ সময় তাকে ক্লান্ত ও বিমর্ষ দেখাচ্ছিল।
ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘আমি দেশের সব অংশীদারদের জিজ্ঞাসা করেছি যে, তারা আমাদের সঙ্গে আছে কিনা। তারা আমাদের সাথে আছে, কিন্তু তারা তাদের সঙ্গে আমাদের জোটে নিতে প্রস্তুত নয়।’
ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘বিদেশি নেতাদের সঙ্গে আলাপে আমি কিছু কথা শুনেছি। প্রথমটি হলো, আমাদের প্রতি তাদের সমর্থন রয়েছে। আমি প্রতিটি রাষ্ট্রের প্রতি কৃতজ্ঞ যারা আমাদেরকে শুধু কথায় নয়, বাস্তবেও জোরালো সহায়তা দিয়েছে। কিন্তু দ্বিতীয় আরেকটি দিক আছে। আমাদের রাষ্ট্রকে বাঁচানোর জন্য আমাদের একা ছেড়ে দেওয়া হয়েছে। আমাদের সঙ্গে যুদ্ধ করতে কে প্রস্তুত? সত্যিই আমি কাউকে দেখতে পাচ্ছি না।’
তিনি বলেন, ‘আজ আমি ইউরোপের ২৭ জন নেতাকে জিজ্ঞাসা করেছি, ইউক্রেন ন্যাটোতে থাকবে কিনা, আমি সরাসরি জিজ্ঞাসা করেছি। সবাই ভয় পায়, উত্তর দেয় না। কিন্তু আমরা ভীত নই, আমরা কিছুতেই ভীত নই।