রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৩৬ অপরাহ্ন
ভোটের খরচ কমাতে ও অপচয়রোধে ভাড়ায় চালিত একটি অটোরিকশায় চড়ে নিজের ঈগল প্রতীকে ভোট চাইছেন গোলাম মোস্তফা। পোস্টার টাঙাতে বাঁশের মই তৈরি করে নিজে উঠছেন বিদ্যুতের খুঁটিতে। তার সঙ্গে নেই কোনো নেতাকর্মী। এ কাজে সহযোগিতা করছেন কেবল অটোরিকশা চালক। তাকে নিয়েই রেকর্ডিং করা মাইকিং (ঈগল মার্কায় ভোট চাই) ও হাতে ছোট পোস্টার (হ্যান্ডবিল) নিয়ে ছুটে যাচ্ছেন শহর থেকে গ্রামে, গ্রাম থেকে প্রত্যন্ত অঞ্চলে। নিজের প্রচার নিজেই করছেন তিনি।
শরীয়তপুর-১ (সদর-জাজিরা) আসনে আওয়ামী লীগের হেডিওয়েট প্রার্থীসহ ৫ জন প্রার্থীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. গোলাম মোস্তফা হাওলাদার। নিজের প্রচার নিজে করা নিজের পোস্টারিং করা বিষয়টি নজর কেড়েছে অনেক ভোটারদের।
জানা গেছে, ব্যতিক্রমধর্মী প্রচারণায় এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন স্বতন্ত্র প্রার্থী। ভাড়ায় নেয়া একটি অটোরিকশা নিয়ে প্রতিদিন তিনি অন্তত ৫ থেকে ৬টি ইউনিয়নে গণসংযোগ ও প্রচার-প্রচারণা করে থাকেন। নির্বাচনী কাজে তাকে সহযোগিতা করছেন অটোরিকশা চালক। এই অটোরিকশায় দুইটি মাইক লাগানো রয়েছে। প্রতিদিন পর্যাপ্ত পোস্টার ও লিফলেট নিয়ে বের হন মোস্তফা। এছাড়াও সঙ্গে মই, প্লাস্টিকের দড়ি ও স্ট্যাপ্লার মেশিনসহ প্রয়োজনীয় সামগ্রী নিয়ে বের হন তিনি। নিজেই মই দিয়ে বিভিন্ন উঁচুস্থানে উঠে নির্বাচনী পোস্টার রশিতে টাঙিয়ে দেন।
Leave a Reply