শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৫:১৮ পূর্বাহ্ন
কুয়েতগামী কুয়েত এয়ারলাইন্সের ফ্লাইটে পাসপোর্ট, ভিসা কিংবা বোর্ডিং পাস ছাড়াই দিব্যি চেপে বসে ১২ বছরের এক শিশু। এমনই এক আজব ঘটনা ঘটেছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। বিমান ছাড়ার ঠিক আগ মুহুর্তে ধরা পড়ে বিষয়টি।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকালে ১২ বছরের জুনায়েদ মোল্লা KU-284 কুয়েত এয়ার লাইন্সে উঠে পরলে নজরে আসে কতৃপক্ষের। পাসপোর্ট বোর্ডিং বাস এমনকি সাথে অভিভাবক না থাকায় পরে শিশুটিকে তুলে দেয়া হয় এভিয়েশন সিকিউরিটির কাছে।
কুয়েত এয়ার ওয়েজের স্টেশন ম্যানেজার বলেন, আমাদের ফ্লাইট আজকে ফুল যাত্রী ছিল। শিশুটি যখন তার সিট খুঁজে পাচ্ছিল না তখন এয়ার হোস্টদের বিষয়টি নজরে আসে। পরে তাকে জিজ্ঞেস করা হলে কোন কাগজপত্র পাওয়া যায়নি।
জানা গেছে, কৌতুহলবশত শিশু জুনায়েদ চড়ে বসে বিমানে। তবে প্রশ্ন উঠে এতো নিরাপত্তা চৌকি এড়িয়ে কোনো কিছু ছাড়াই কি করে বিমানবন্দরে ঢুকে পরে শিশুটি।
Leave a Reply