শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১০:১০ পূর্বাহ্ন
শাহপরীরদ্বীপে হামজালের বিভ্রান্তিমূলক বক্তব্যে
এম এ হাশেম সিআইপির প্রতিবাদ
“আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ ”
আমি আপনাদের এমএ হাশেম সিআইপি।
সুপ্রিয় শাহপরীরদ্বীপ ও টেকনাফ বাসী।
চলমান উপজেলা নির্বাচন উপলক্ষে টেকনাফ সদর ইউনিয়নের সাবেক মেম্বার এম হামজালাল শাহপরীরদ্বীপে গতকাল এক নির্বাচনী সভায় আমাকে জড়িয়ে বিভ্রান্তিমুলক যে বক্তব্য দিয়েছেন যা ডাহা মিথ্যা অবাস্তব ও উদ্দেশ্য প্রোনীদিত, অসত্য,কাল্পনিক, সত্যের অপলাপ,সর্বৈব মিথ্যা এবং দূরবীসন্ধিমূলক। আমি কারো ভয়ে কিংবা হুমকিতে চট্রগ্রাম আসেনি আমার টেকনাফ স্থলবন্দর কেন্দ্রিক যাবতীয় ব্যবসা এখনো চলমান,কারোও কোন প্রকার হস্তক্ষেপ নেই। আমার সন্তানদের পড়াশুনার জন্য মূলত চট্রগ্রামে অবস্থান করা। আমি এহেন মনগড়া সংবাদে চরম সংক্ষুব্ধ এবং তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সুদীর্ঘ সময় ধরে টেকনাফ স্থল বন্দর আমি শান্তিপূর্ণ ভাবে ব্যবসা-বাণিজ্য করে আসছি। মূলত ছেলে মেয়েদের পড়াশোনার সুবিধার্থে পরিবার নিয়ে চট্রগ্রাম শহরে অবস্থান করছি। সাবেক মেম্বার হামজালাল সাহেবের এহেন মনগড়া বক্তব্যে কাউকে বিভ্রান্ত না-হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এ ধরনের বিভ্রান্তিকর বক্তব্য প্রদান থেকে বিরত থাকার ও অনুরোধ করছি।
প্রতিবাদকারী::
এম এ হাশেম সিআইপি,টেকনাফ।
Leave a Reply