কোটা আন্দোলনকে কেন্দ্র করে ছাত্র-জনতার অভূতপূর্ব গণঅভ্যুত্থানের পর দেশের সার্বিক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থা ভেঙে পরে। বিশেষ করে সংখ্যালগুরা তাদের নিজেদের ও উপাসনালয়ের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিল।
এহেন পরিস্থিতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাইয়ের নির্দেশে সংগঠনের নেতাকর্মীরা সংখ্যালঘুদের বাড়ি-ঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও উপাসনালয়ে নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা করেন।
আজ দুপুর থেকে রাজধানী ঢাকাসহ সারাদেশের বিভিন্ন জায়গায় ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর স্বেচ্ছাসেবকগণ। এতে রাজধানীর যান চলাচলে স্বাভাবিক শৃঙ্খলা ফিরে আসে এবং যাত্রী সাধারণও নিরাপত্তা বোধ করেন। জনসাধারণ ও যাত্রীরা অনেকেই এতো সুন্দর ট্রাফিক ব্যবস্থাপনা দেখে আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করে। এ ছাড়া বিভিন্ন জেলা,থানায় সড়কের যানজট নিরসনে কাজ করছে ইসলামীআন্দোলনের স্বেচ্ছাসেবক রা।
Leave a Reply