বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০১:৪৭ অপরাহ্ন
সকল মানসিক রোগীদের একত্রিত করে সেবা দেওয়ার আশাবাদ ব্যক্ত মারোতের প্রতিষ্ঠাতা রাজু পালের
প্রেস বিজ্ঞপ্তি:: টেকনাফে মানসিক রোগীদের নিয়ে কাজ করা কক্সবাজার জেলার আওতাধীন টেকনাফ উপজেলার মানবিক সংগঠন মানসিক রোগীদের তহবিল মারোতের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এটি টেকনাফের মেরিন ড্রাইভে অনুষ্ঠিত হয়। সংগঠনের প্রধান উপদেষ্টা অধ্যাপক সন্তোষ কুমার শীলের প্রাণবন্ত উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উখিয়া-টেকনাফের সাবেক সাংসদ আবদুর রহমান বদি। বক্তব্য রাখেন মারোতের প্রতিষ্ঠাতা রাজু পাল, সভাপতি আবু সুফিয়ান, সহ-সভাপতি ঝুন্টু বড়ুয়া, যুগ্ন সাধারণ সম্পাদক মোবারক হোসেন ভুইয়া, বর্ষপুর্তি উদযাপন কমিটির আহবায়ক ফেরদাউস ইসলাম প্রমূখ।এ সময় মারোতের প্রতিষ্ঠাবার্ষিকীতে ভালোবাসায় সিক্ত হন রাজু পাল। মারোতের প্রতিষ্ঠাতা রাজু পাল বলেন, আমি ২০১২ সালে ছোট পরিসরে মানসিক রোগীদের নিয়ে কাজ শুরু করলেও তা এখন বড় পরিসরে বিস্তৃতি লাভ করেছে। আগামীতে সকল মানসিক রোগীদের একত্তিত করে সকল প্রকার সেবা দেওয়ার আশাবাদ ব্যক্ত করছি। প্রধান অতিথি সাবেক সাংসদ আব্দুর রহমান বদি বলেন, মানসিক রোগীরা আমাদের মতই মানুষ। ওনাদের ঘৃণা করতে নেই। আর মারোতের জন্য আমি বিশ শতক জমির ব্যবস্থা করে দিব। পাশাপাশি মারোতের জন্য আপনারা স্বচ্ছতা সততাকে সামনে নিয়ে একটা একাউন্ট করবেন। এ একাউন্টে আপনারা যে যা পারেন জমা করবেন। আর প্রথম পর্যায়ে আমি আমার পক্ষ থেকে এক লক্ষ টাকা অনুদান দিলাম। পাশাপাশি সবসময় মারোতের পাশে থাকব ইনশাহআল্লাহ।
Leave a Reply