বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ০৬:৫৯ অপরাহ্ন
মালয়েশিয়ায় অবস্থানরত সব অভিবাসীকে বিনামূল্যে করোনাভাইরাসের টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) মালয়েশিয়ার পার্লামেন্টে সর্বসম্মতিক্রমে এ প্রস্তাব পাস হয়েছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।
‘সবার সুরক্ষা, নিজের সুরক্ষা’ এই মতাদর্শকে সামনে রেখে মালয়েশিয়ায় অবস্থানরত সবাইকে বিনামূল্যে করোনার ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটি।
এক বার্তায় কোভিড-১৯ ভ্যাকসিন সাপ্লাই কমিটি জানিয়েছে, মালয়েশিয়া যে পরিমাণ ভ্যাকসিন হাতে পাবে, তা দেশের সব জনগণকে দেওয়ার পরও অবশিষ্ট থাকবে। এছাড়া, বিদেশি কর্মীদের মাধ্যমে করোনা সংক্রমণ চক্রবৃদ্ধির হারে বেড়ে চলেছে, যা নিয়ন্ত্রণ করতে ভ্যাকসিনের বিকল্প নেই।
তবে মালয়েশিয়ার নাগরিকরা অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন পাবে। অভিবাসীরা কবে ভ্যাকসিন পাবে, তা খুব শিগগিরই জানানো হবে।
Leave a Reply