মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৭:০৫ অপরাহ্ন
সাবেক উপদেষ্টা মরহুম হাসান আরিফের আত্মার মাগফিরাত কামনা করে উনছিপ্রাং বড় মাদরাসায় দোয়া মাহফিল।
নিজস্ব প্রতিবেদক :
অন্তর্বতীকালীন সরকারের বেসামরিক বিমান, পর্যটন ও ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত উপদেষ্টা সদ্যপ্রয়াত এ,এফ, হাসান আরিফের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল করেছে টেকনাফ উপজেলার হোয়াইকং ইউনিয়নের দারুল ইরফান মুহিউচ্ছুন্নাহ উনছিপ্রাং বড় মাদরাসা কতৃপক্ষ।
মাদরাসার জামে মসজিদে মাদরাসা বিভাগ,হিফজ বিভাগ ও মাদরাসার শিক্ষক বৃন্দ এতে অংশগ্রহণ করেন।
প্রয়াত হাসান আরিফ ছিলেন ক্ষণজন্মা পুরুষ, যিনি তার কর্মের মধ্য দিয়ে বেঁচে থাকবেন। ২০২৪ সালের আগস্ট মাসে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনে এ এফ হাসান আরিফ বিশেষ ভূমিকা ছিল অবিস্মরণীয়। উনছিপ্রাং
মাদরাসার সকল ছাত্র শিক্ষকবৃন্দ মহান রাব্বুলআলামীনের দরবারে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পেশ করেন। মোনাজাতকালে আন্তর্জাতিক ট্রাইবুন্যালের প্রসিকিউটর এডভোকেট আব্দুল্লাহ আল নোমানের (মরহুমা)মমতাময়ী মা’র জন্য ও দোয়া করা হয়।
উল্লেখ্য, মরহুম হাসান আরিফ স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। গত ২৩ ডিসেম্বর মিরপুর শহিদ বুদ্ধিজীবী কবরস্থানে তিনি চিরশায়িত হন।
Leave a Reply