সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৩৫ অপরাহ্ন
সিঙ্গাপুরে এক বাংলাদেশির বিলিয়ন ডলারের সন্ধান পাওয়া গেছে। যার কোনো দাবিদার নেই। বিপুল এই অর্থ গেছে বাংলাদেশ থেকে। এই অর্থের অনুসন্ধানে কাজ করছে সরকার। বিলিয়ন ডলার ফিরিয়ে আনতে সব ধরনের আইনি প্রক্রিয়া চালানো হবে। এনটিভিকে এসব কথা বলেছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।
অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, ‘যদি কোনো বাংলাদেশির টাকা বাইরে গিয়ে থাকে, সরকার যদি কোনো সংবাদ পায় তাহলে অবশ্যই সেই টাকা ফিরিয়ে আনার জন্য সর্বাত্মক আইনি প্রচেষ্টা চালাব।’
এই বিলিয়ন ডলারের প্রকৃত দাবিদার কে? এমন প্রশ্নের উত্তরে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘বাংলাদেশ থেকে কিছু টাকা বিদেশি টাকা পাওয়া গেছে যেটা মালিকবিহীন অবস্থায় আছে। টাকাটা কার সেটা কিন্তু আমি জানি না। বা এটা আদৌ কী হইছে না হইছে। বাংলাদেশের নাকি ওই টাকাটা। ওইখানে নাকি টাকাটার কোনো দাবিদার নাই।
Leave a Reply