রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ১০:১৮ পূর্বাহ্ন

সীমান্ত উপজেলা টেকনাফে কোস্ট গার্ডের সাথে গুলাগুলিতে এক মাদক কারবারি নিহত: আটক ১৬

সীমান্ত উপজেলা টেকনাফে কোস্ট গার্ডের সাথে গুলাগুলিতে এক মাদক কারবারি নিহত: আটক ১৬

ডেস্ক রিপোর্ট ::

সীমান্ত উপজেলা টেকনাফের নাফ নদীতে গোলাগুলিতে এক জনের মৃত্যুর কথা জানিয়েছে কোস্টগার্ড। নিহত ব্যক্তি মাদক চোরাকারবারি বলে ও জানিয়েছে বাহিনীটি। শুক্রবার মধ্যরাতে এ গোলাগুলির ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে দশ হাজার পিস ইয়াবা, তিন টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও ০৩ রাউন্ড তাজা গোলাসহ ১৬ জন ডাকাত ও মাদক পাচারকারী আটক করেছে বলে জানিয়েছেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার মোঃ সিয়াম উল হক।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার মোঃ সিয়াম উল হক জানান, তাদের কাছে খবর ছিল, মধ্যরাতে নাফ নদী দিয়ে একটি বড় ইঞ্জিন চালিত ফিশিং বোট বাংলাদেশ জলসীমায় প্রবেশ করে। কোস্ট গার্ড আভিযানিক দল উক্ত বোটটিকে থামার সংকেত দিলে বোটটি সংকেত অমান্য করে দ্রুত গতিতে কক্সবাজারের দিকে পালাতে শুরু করে। কোস্ট গার্ড সদস্যগণ ফাঁকা গোলার মাধ্যমে বোটটিকে থামার সংকেত প্রদান করলে সন্দেহভাজন বোটটি কোস্ট গার্ড এর উপর অতর্কিত গুলি বর্ষন শুরু করে। এসময় কোস্ট গার্ডের আভিযানিক দল আত্মরক্ষার্থে এবং বোটটিকে ওয়াটার লাইন এবং ইঞ্জিন রুম বরাবর গুলি চালায়।

পরে কোস্টগার্ডের সদস্যরা কাঠের নৌকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক জনকে উদ্ধার করে। তাকে টেকনাফ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নৌকা তল্লাশি করে ইয়াবা , তিন টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও ০৩ রাউন্ড তাজা গোলাসহ ১৬ জন ডাকাত ও মাদক পাচারকারী আটক করা হয়।

কোস্টগার্ড কর্মকর্তা আরো জানান,আটককৃত ডাকাত ও মাদক পাচারকারীদের থেকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা মায়ানমার থেকে মাদকদ্রব্য পাচারের উদ্দেশ্যে বাংলাদেশে নিয়ে আসার সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য নাফ নদীতে ফেলে দেয়। ফেলে দেয়া মাদকদ্রব্য উদ্ধার অভিযান চলমান রয়েছে। জব্দকৃত ইয়াবা, আগ্নেয়াস্ত্র, তাজা গোলা ও আটককৃত আসামীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা প্রণয় রুদ্র বলেন, আজ সকাল পুলিশ একটি লাশ হাসপাতালে নিয়ে আসলে। পুলিশকে লাশটি মৃত্যু ঘোষনা করা হয়।পরে তারা লাশটি কক্সবাজার মর্গে নিয়ে যায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design By Rana