বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০২ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট :
ভারত থেকে রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধের পাশাপাশি সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনাসহ বেশকিছু বিষয়ে একমত হয়েছে বিজিবি ও বিএসএফ। সিলেটে ৪ দিনব্যাপী বিজিবি রিজিয়ন কমান্ডার ও বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের আইজি পর্যায়ের সীমান্ত সম্মেলন শেষে এ তথ্য জানানো হয়।
বৃহস্পতিবার (২ জুন) সকালে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিজিবি চট্টগ্রাম রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল তানভির গণি চৌধুরী ও বিএসএফের ইন্সপেক্টর জেনারেল শ্রী সুমিত শরণ।
তারা জানান, ভারতে অনুপ্রবেশকারী বাংলাদেশি নাগরিকদের ওপর হামলা বন্ধ করে বিদ্যমান আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি মাদকসহ অন্যান্য চোরাচালান রোধে আরও কার্যকর ভূমিকা রাখতে একমত হয়েছে বিজিবি ও বিএসএফ। সেই সাথে কসবা রেলওয়ে প্রকল্পের কাজ পুনরায় শুরু করা এবং বাংলাদেশের নদীশাসন কাজে বিএসএফের বাধা অপসারণেও ফলপ্রসু আলোচনা হয়েছে।
Leave a Reply