বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৩ পূর্বাহ্ন
কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার খন্দকার মুনিফ তকি জানান, মিয়ানমার হতে ইয়াবা চালান প্রবেশ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপের কাছে সমুদ্রে অবস্থান নেয় কোস্টগার্ড।
কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার খন্দকার মুনিফ তকি জানান, মিয়ানমার হতে ইয়াবা চালান প্রবেশ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপের কাছে সমুদ্রে অবস্থান নেয় কোস্টগার্ড।
এ সময় একটি ট্রলারের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যরা ট্রলারটিকে থামার জন্য সংকেত দেয়। কিন্তু ট্রলারটি কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে দ্রুত দিক পরিবর্তন করে পালিয়ে যেতে চেষ্টা করে। পরে কোস্টগার্ড সদস্যরা ট্রলারটিকে ধাওয়া করে আটক করতে সক্ষম হয়।
তিনি আরও জানান, কোস্টগার্ড সদস্যরা ট্রলারটিতে তল্লাশি চালিয়ে ১ লাখ ৩৫ হাজার ইয়াবাসহ ৮ জন আটক করে।পরবর্তীতে জব্দকৃত ইয়াবা এবং আটকদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply