শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৭:০৫ পূর্বাহ্ন
স্ট্রাসবার্গকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে এমবাপ্পেরা। বুধবার রাতে লিগ ওয়ানে বড় জয় পেয়েছে প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)।
ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেললেও প্রথমার্ধে এক গোলের বেশি পায় নি পিএসজি। ম্যাচের ১৮তম মিনিটে গোলটি করেছিলেন ফরাসি ডিফেন্ডার পেমবেলে।
বিরতির পরও একের পর এক আক্রমণ করতে থাকে পিএসিজি। ম্যাচের শেষ ১২ মিনিটে ৩ বার স্ট্রাসবার্গের জালে বল পাটিয়েছে নেইমারহীন দলটি।
ম্যাচের ৭৯তম মিনিটে ডি মারিয়ার পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন কিলিয়ান এমবাপ্পে। ৮৮তম মিনিটে দুর্দান্ত এক গোল করে পিএসজিকে ৩-০ তে এগিয়ে দেন ইদ্রিসা গেয়ি। আর অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে গোল করে পিএসজির ৪-০ গোলের জয় নিশ্চিত করেন মোইজে কেন।
এ জয়ে ১৭ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে পিএসজি। সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ১৭তম স্থানে স্ট্রাসবার্গ। অন্যদিকে নঁতের বিপক্ষে ৩-০ গোলের জয়ে লিওঁ ৩৬ পয়েন্ট নিয়ে উঠেছে শীর্ষে।
Leave a Reply