শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৫:৩৬ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট ::
পটুয়াখালীতে গোপনে দ্বিতীয় বিয়ে করায় স্বামীর পুরুষ অঙ্গ কেটে দিয়েছেন প্রথম স্ত্রী। মঙ্গলবার দিবাগত রাত (১৯ মে) ২টার দিকে সদর উপজেলার বদরপুর ইউনিয়নের হকতুল্লাহ এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সকালে প্রথম স্ত্রী হাসি বেগমেকে আটক করেছে সদর থানা পুলিশ।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানায়, রাত আড়াইটার দিকে মো. কবির হোসেন তালুকদারকে আশঙ্কাজনক অবস্থায় পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে সকালে তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়। আহত কবির হকতুল্লাহ এলাকার মোছলেম তালুকদারের ছেলে। তিনি পেশায় পল্লী বিদ্যুতের ফোরম্যান হিসেবে কর্মরত রয়েছেন।
আহত কবিরের প্রতিবেশী ও সহকর্মী মো. মাসুদ জানান, কবিরের প্রথম স্ত্রী হাসি বেগমের ঘরে ১৩ বছর ও এক বছর বয়সের দুটি ছেলে সন্তান আছে। এ অবস্থায় প্রায় এক বছর আগে প্রথম স্ত্রীর অমতে গোপনে আরও একটি বিয়ে করেন কবির। সম্প্রতি এ ঘটনা জেনে যায় প্রথম স্ত্রী। সেই থেকেই দু’জনের মধ্যে ঝগড়া চলছে। দ্বিতীয় স্ত্রী কবিতা আক্তার গর্ভবতী-এমন কথা দুইদিন আগে প্রথম স্ত্রী জানতে পারেন। মঙ্গলবার বিকালে দ্বিতীয় স্ত্রীর কাছ থেকে প্রথম স্ত্রীর বাসায় আসেন কবির তালুকদার। রাতে খাবার খেয়ে দুইজনে ঘুমাতে যান। এক পর্যায়ে রাত আনুমানিক ১১টা থেকে সাড়ে ১১টার দিকে কবির ঘুমিয়ে পড়েন। রাত দু’টার দিকে তোয়ালে পেঁচিয়ে পাশের বাড়িতে রক্তাক্ত অবস্থায় হাজির হন কবির।
Leave a Reply