বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৫:০৮ অপরাহ্ন
দ্রুত মামলা নিষ্পত্তির শ্লথ গতির পেছনে রয়েছে নানা কারণ। সেই কারণগুলো চিহ্নিত করে নেওয়া হয়েছে ব্যবস্থা। শুধু ব্যবস্থা নিয়েই বসে থাকেনি, করা হয়েছে সার্বক্ষণিক মনিটরিংও। সেই মনিটরিংয়ের সুফল মিলেছে মামলা নিষ্পত্তির হারে। যা বিচার বিভাগের সঙ্গে সংশ্লিষ্টদের মধ্যে হতাশার মধ্যে আশার আলো হয়ে দেখা দিয়েছে। অধস্তন আদালত সংক্রান্ত হাইকোর্টের মনিটরিং কমিটির এক প্রতিবেদনে এই মামলা নিষ্পত্তির হার বৃদ্ধির চিত্র তুলে ধরা হয়েছে। সম্প্রতি সেই রিপোর্ট পাঠানো হয়েছে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর কাছে।
হাইকোর্টের ওই প্রতিবেদনে বলা হয়েছে, গত ছয় মাসে দেশের আট বিভাগে দায়েরকৃত মামলার বিপরীতে দায়িত্বপ্রাপ্ত বিচারকরা নিষ্পত্তি করেছেন প্রায় সাত লাখ মামলা। বিভাগগুলোতে গড় নিষ্পত্তির হার ৯০ দশমিক ৯০ ভাগ। গত বছরের একই সময়ে এই নিষ্পত্তির হার ছিল ৫৯ দশমিক ৫০ ভাগ। অর্থাৎ গত বছরের তুলনায় নিষ্পত্তির হার বেড়েছে প্রায় ৩২ ভাগ।
Leave a Reply