বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৫:০২ অপরাহ্ন
র্যাব-১৫ এক অভিযান চালিয়ে ২০ হাজার পিচ ইয়াবা টেবলেট সহ হামিদুল হক (২২) নামক একজন ইয়াবাকারবারীকে গ্রেপ্তার করেছে। শুক্রবার ২ জুলাই রাত ১০ টা ৪০ মিনিটের দিকে উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের কোটবাজার সংলগ্ন তচ্ছাব্রীজের পাশে এ অভিযান চালানো হয়।
র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও পরিচালক (মিডিয়া এন্ড অপারেসন্স) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
র্যাব-১৫ এর একটি অভিযানিক টিম উল্লেখিত স্থানে গেলে একজন লোক পালাতে চেষ্টা করে। পরে র্যাব সদস্যরা তাকে আটক করে এবং তার হাতে থাকা পলিথিনের ব্যাগ তল্লাশি করে সেখান থেকে ২০ হাজার পিচ ইয়াবা টেবলেট উদ্ধার করে। ধৃত ইয়াবাকারবারী হামিদুল হক হলদিয়া পালং ইউনিয়ন এর ৬ নম্বর ওয়ার্ডের মৌলভীপাড়ার নুরুল আলম ও মনোয়ারা বেগমের পুত্র।
Leave a Reply