বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০১:০৪ অপরাহ্ন

হেফাজত নেতার ওপর হামলার বিচার না হলে আন্দোলনের হুমকি

হেফাজত নেতার ওপর হামলার বিচার না হলে আন্দোলনের হুমকি

হেফাজত ইসলাম বাংলাদেশের সহকারী মহাসচিব মওলানা জসিম উদ্দিনের ওপর হামলার ঘটনাকে পরিকল্পিত দাবি করে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার চেয়েছেন সংগঠনটির নেতারা। অন্যথায় তারা কঠোর আন্দোলনের হুমকি দিয়েছেন।

বুধবার (১০ ফেব্রুয়ারি) বাদ আছর বায়তুল মোকাররমের সামনে আয়োজিত এক বিক্ষোভ কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়েছে।

তারা বলেন, ইসলামবিরোধী শক্তিই এ হামলা করেছে। আলেম ওলামাদের কণ্ঠ স্তব্ধ করে দিতেই এসব হামলা করা হচ্ছে। আজকের সমাবেশ থেকে আমরা বলতে চাই, মওলানা জসিমের ওপর হামলার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনা না হলে হেফাজত ইসলাম বাংলাদেশ দেশব্যাপী কঠোর আন্দোলন গড়ে তুলবে।

সমাবেশে হেফাজত নেতা মামুনুল হক, মাওলানা শফিক উদ্দিন, মাওলানা ইলিয়াস, মাওলানা জাবের কাসেমী, মাওলানা ফজলুল করিম বক্তব্য দেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design By Rana