রবিবার, ২২ Jun ২০২৫, ০২:২৩ অপরাহ্ন
হোয়াইক্যং ইউনিয়নে বিনা মূল্যে গবাদীপশুর টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করেছে কোস্ট ফাউন্ডেশন
নিজস্ব প্রতিবেদক:
টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে বিনা মূল্যে গবাদী পশু টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করেছে কোস্ট ফাউন্ডেশন।
২০ মে ২০২৫ মঙ্গলবার হোয়াইক্যং ইউনিয়নের উনছিপ্রাং সহ ৪ টি পয়েন্টে টিকাদান কর্মসুচি বাস্তবায় করে বলে জানান সংশ্লিষ্টরা।
গবাদিপশু তথা গরু চাগল হাঁস-মুরগিকে সংক্রামক রোগ থেকে রক্ষা করতে, চিকিৎসা ব্যয় কমে আনা এবং উৎপাদন বৃদ্ধির লক্ষে
“কোস্ট ফাউন্ডেশন ফিশার্স লাইভলিহুড”প্রকল্পের আওতায় হোয়াইক্যং ইউনিয়নে বিনামূল্যে টিকাদান আয়োজন করা হয়। যেখানে হাঁস-মুরগি, গরু এবং ছাগল এর টিকা দেওয়া হয়। উপজেলা প্রাণিসম্পদ বিভাগ প্রয়োজনীয় সহায়তা প্রদান করে থাকেন।
উনছিপ্রাং এর উপকারভোগী আমির হোছন,মীর আহমদ ও মাহবুব বলেন,ইদানিং গবাদিপশুর নানা রোগ চলছে। সংক্রামক রোগ থেকে রক্ষা করতে আমাদের গরু ছাগলের টিকা দিতে পেরে আমরা আনন্দিত।
জানা যায়, উক্ত প্রকল্পের আওতায়
বাংলাদেশ-মিয়ানমার বর্ডারে মৎস্যজীবী সম্প্রদায়ের জীবিকা নির্বাহের সহায়ক হিসাবে গবাদিপশুর “ভ্যাকসিন ক্যাম্পেইন” চলমান থাকবে জানান কোস্ট ফাউন্ডেশন।
Leave a Reply