বুধবার, ২৬ মার্চ ২০২৫, ০৫:০৩ অপরাহ্ন
হোয়াইক্যং ইউনিয়ন উত্তর শাখা বিএনপির সাংগঠনিক ৯নং ওয়ার্ডের গ্রাম কমিটি গঠিত
নিজস্ব প্রতিবেদকঃ
বিএনপির ৩১দফা রাষ্ট্রকাঠামো সংস্কারের রূপরেখা তৃণমূল প্রচারের লক্ষ্য টেকনাফ উপজেলার অন্তর্গত ১নং হোয়াইক্যং ইউনিয়ন উত্তর শাখার সাংগঠনিক ০৯নং ওয়ার্ডের গ্রাম কমিটি গঠন উপলক্ষে এক সভা উনছিপ্রাং বিএনপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হোয়াইক্যং ইউনিয়ন উত্তর শাখার বিএনপির সফল সভাপতি হাজী ফেরদৌস আহমেদ।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন
ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজুল হক,সাধারণ সম্পাদক মোঃ রফিক,সাংগঠনিক সম্পাদক আহমদ নূর,হোয়াইক্যং ইউনিয়ন বিএনপির সদস্য ও সাবেক ছাত্রনেতা মাহফুজুররহমান মাসুম,ইউনিয়ন বিএনপির সদস্য মোঃ এনায়তুল্লাহ,ওয়াড সদস্য জাহাঙ্গীর,১০ নম্বর ওয়ার্ড সভাপতি নুরুল আলম,ছাত্রদল নেতা আবুল কালাম আজাদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে হাজী ফেরদৌস বলেন,
বিএনপির ৩১ দফা কেবল দেশ ও দেশের মানুষের জন্য। ৩১ দফার মাধ্যমে আমরা দেশের মানুষের শুভ পরিবর্তন ঘটাতে চাই, যেটি দেশের মানুষ প্রত্যাশা করে।
বিএনপির বিরুদ্ধে দেশি-বিদেশি ষড়যন্ত্র করা হচ্ছে। ফ্যাসিবাদের দোসররা বিদেশের মাটিতে বসে ষড়যন্ত্র করছে। এসব ষড়যন্ত্র মোকাবিলা করতে আমাদের সকল কে ঐক্যবদ্ধ থাকতে হবে। পরে
গনতান্ত্রিক পন্থায় হোয়াইক্যং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের গ্রাম কমিটি গঠন করা হয়।
এতে আশরাফ আলী বাদু সভাপতি
অলী আহমদ কে সাধারণ সম্পাদক ও শামসুল আলম কে সাংগঠনিক সম্পাদক করে শক্তিশালী একটি গ্রাম কমিটি গঠন করা হয়।
Leave a Reply