মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৯:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
টেকনাফে ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা কমিটি সংবর্ধিত ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হ্নীলা পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র: অনিয়ম-দুর্নীতি উৎকোচ গ্রহণের আখড়া টেকনাফের হোয়াইক্যংয়ে চাকমা সম্প্রদায়ের জমি জবর দখল: সংশ্লিষ্ট কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা কারামুক্ত হয়ে মা বাবা’র কাছে ফিরলেন মজলুম ছাত্রনেতা শাহনেওয়াজ টেকনাফ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ১৩৮০ পিস ইয়াবা সহ গ্রেফতার-১ হোয়াইক্যং এর মিনাবাজারে টমটম গ্যারেজে আগুন: চনের গুদাম ও নোহাগাড়ী পুড়ে ছাই ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে প্রথম ধাপে ফিরিয়ে নিতে রাজি হয়েছে মিয়ানমার বিনা খরচে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশিদের পড়ার সুবর্ণ সুযোগ টেকনাফের খারাংখালীতে ভাসুরের হাতে গৃহবধূ খুন
হোয়াইক্যং এর মিনাবাজারে টমটম গ্যারেজে আগুন: চনের গুদাম ও নোহাগাড়ী পুড়ে ছাই

হোয়াইক্যং এর মিনাবাজারে টমটম গ্যারেজে আগুন: চনের গুদাম ও নোহাগাড়ী পুড়ে ছাই

থানা পুলিশ ও ইউপি চেয়ারম্যানের ঘটনাস্থল পরিদর্শন
টেকনাফের মিনাবাজারে টমটম গ্যারেজে আগুন: চনের গুদাম ও নোহাগাড়ী পুড়ে ছায়: অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি 
‎নিজস্ব প্রতিবেদক:
‎টেকনাফের হোয়াইক্যং ইউপির মিনাবাজার ষ্টেশনের পূর্ব পাশে স্থানীয় মৃত ইউছুপ আলীর পুত্র আব্দুর রহিমের ছনের গুদাম ও টমটমের গ্যারেজে অগ্নিকান্ডের ঘটনায় চনের গুদাম ও নোহাগাড়ী পুড়ে ছায় হয়ে গেছে।
মিনাবাজারের শাহ আজিজুর রহমান মামুনের মালিকানাধীন গাড়ির গ্যারেজে আগুন ধরলে এতে রক্ষিত  ছন,গ্যারেজ,নোহাগাড়ী সহ আসবাবপত্রের প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়।
ভোররাতে ছনের গুদামে দুর্বৃত্তরা আগুন দিলে এই ঘটনা ঘটে।
আগুন চারদিকে দ্রুত ছড়িয়ে পড়লে সেমিপাকা টিনের ছাউনি ঘরে থাকা ৮লাখ টাকা মূল্যের প্রায় ১৪হাজার বান্ডেল ছনচ ও গুদামে রাখা রহিম ও নয়াবাজারের ছালেহ আহমদ এর মালিকানাধীন ৩০লাখ টাকা মূল্যের এক্স নোহা বক্সি (ঢাকামেট্টো- চ-৫১-৮৮৩৪) পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে ভোর ৫টারদিকে টেকনাফের ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনার খবর পেয়ে দুপুরের দিকে জেলা জামায়াতের আমীর ও স্থানীয় ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী এবং টেকনাফ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ওসমান গণি, হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির এসআই (নিরস্ত্র) কাজল ধর ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্থদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।
‎স্থানীয় ‎জনপ্রতিনিধ ও রাজনৈতিক নেতৃবৃন্দ এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করেন। কারা এই ন্যাক্কারজনক ঘটনায় জড়িত তা তদন্ত স্বাপেক্ষ প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবী জানান। উপজেলা বিএনপি নেতা এইচএম ওসমানগনী বলেন, এটি একটি দুঃখজনক ঘটনা। ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হোক।
‎‎ছনের মালিক আব্দুর রহিম জানান, এলাকার একটি চিহ্নিত শত্রুমহল পূর্ব শত্রুতার জের অগ্নিসংযোগের মাধ্যমে অর্থনৈতিক ভাবে ক্ষতিসাধন করেছে আমাদের।
‎‎নোহা গাড়ির মালিক ছালেহ ও রহিম জানান, আমাদের নতুন গাড়িটি নিয়মিত পার্কিং করি। এলাকার কতিপয় দূর্বৃত্ত একটি প্রভাবশালী মহলের ইন্ধনে গ্যারেজে আগুন দেয়। এতে আমাদের ৩০লাখ টাকা মূল্যের গাড়টি পুড়ে ছাই হয়ে গেছে। আমরা তদন্ত স্বাপেক্ষে প্রকৃত অপরাধীদের সনাক্ত করে আইনের আওতায় আনার দাবী জানাচ্ছি।
এলাকা সূত্রে জানা যায়, মিনাবাজারে ‎ভোররাতের অগ্নিকান্ডে নোহা বক্সি,গ্যারেজ,ছনের গুদাম,মালামাল সহ প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে। ঘটনার পর পর বিষয় টি থানা পুলিশ কে অবহিত করা হয়েছে।
এ ব্যাপারে থানায় মামলারুজুর পক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design By Bangla Webs