সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ১১:০১ অপরাহ্ন
হোয়াইক্যং পুলিশ ফাড়ির অভিযান: মহিলার শরীরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায়
দেশীয় অস্ত্র সহ ২ আসামী আটক
নিজস্ব প্রতিবেদক ::
আজ ৩১ ডিসেম্বর ২৩ আনুমানিক ১১টা ৫০ মিনিটে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) মোঃ শাহাদাত হোসেন সিরাজির নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির সামনে চেকপোস্ট পরিচালনা করে মহিলার শরীরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায়০৩ টি দেশীয় তৈরী অস্ত্র (এলজি) সহ সাবেকুন্নাহার (৩২) ও শহীদ সিকদার (৩৮) কে আটক করে।
পুলিশের আইসি মোঃ শাহাদাত হোসেন জানান, মোঃ মাহফুজুল ইসলাম পিপিএম (বার), পুলিশ সুপার, কক্সবাজার মহোদয়ের নির্দেশক্রমে অতিরিক্ত পুলিশ সুপার, উখিয়া সার্কেল, রাসেল,পিপিএম-সেবা’র তথ্যপ্রযুক্তি নির্ভর সুস্পষ্ট দিক নির্দেশনায় টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ওসমান গনি’র নেতৃত্বে টেকনাফ মডেল থানার এসআই(নিঃ)মোঃ শাহাদাত সিরাজী, এএসআই (নিঃ) মোঃ আবু তাহের চৌধুরী, এএসআই (নিঃ) রিটন দে সঙ্গীয় ফোর্সসহ টেকনাফ মডেল থানাধীন হোয়াইক্যং ফাঁড়ির সামনে চেকপোস্ট পরিচালনাকালে তাদের কে অস্ত্র সহ আটক করতে সক্ষম হয়। আটককৃতরা হচ্ছে সাবেকুন্নাহার (৩২), স্বামী- শহীদ শিকদার,পিতা- মৃত সিরাজুল ইসলাম, মাতা- মৃত সুরা খাতুন, সাং- থাইংখালি মইন্যাঘোনা ০২ নং ওয়ার্ড, পালংখালি ইউনিয়ন, থানা- উখিয়া, জেলা- কক্সবাজার, শহীদ সিকদার (৩৮), পিতা-মৃত মো: আবু, মাতা- লায়লা বেগম, সাং- সাং- থাইংখালি, ০২ নং ওয়ার্ড, পালংখালি ইউনিয়ন, থানা- উখিয়া, জেলা- কক্সবাজার দ্বয়ের দেহ তল্লাশি করে ০৩ টি দেশীয় তৈরী অস্ত্র (এলজি) মহিলার শরীরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় উদ্ধার পূর্বক জব্দ করা হয়। ধৃত আসামীদ্বয় জ্ঞাতস্বারে অবৈধ অস্ত্র-গুলি নিজেদের হেফাজতে রেখে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(এ) ধারার অপরাধ করায় আসামীদ্বয়ের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন কে সামনে রেখে অস্ত্রের চালান আটক করায় পুলিশ কে ধন্যবাদ জানান স্বচেতন মহল। তবে অবৈধ অস্ত্র পাচারের নেপথ্যে জড়িতদের ও আইনের আওতায় আনার দাবী জানান।#
Leave a Reply