টেকনাফ উপজেলার হোয়াইক্যং সাতঘরিয়া পাড়ায় অভিযান চালিয়ে ৫২ হাজার ইয়াবা বড়ি, একটি দেশীয় অস্ত্র ও দুই রাউন্ড গুলিসহ এক দম্পতিকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর টেকনাফ (ডিএনসি)।
মঙ্গলবার (২৭ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের পশ্চিম সাত ঘরিয়া পাড়া এলাকার মোহাম্মদ নুরের বাড়ি থেকে তাদের আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন টেকনাফ (ডিএনসি)’র সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা।
আটককৃতরা হলেন, ওই এলাকার মোহাম্মদ নুর ও তার স্ত্রী নুরে জান্নাত।
তিনি জানান, মাদকের চালান মজুদের সংবাদ পেয়ে সকালে টেকনাফ থানা পুলিশের একটি টিমকে সাথে নিয়ে মোহাম্মদ নুর, শফিক আলম ও জাহানারার বাড়িতে অভিযান চালানো হয়। এসময় মোহাম্মদ নুরের বাড়ি থেকে ৫২ হাজার পিস ইয়াবা বড়ি, একটি দেশীয় তৈরী বন্দুক, দুই রাউন্ড কার্তুজসহ দম্পতিকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের তারা দ্বীর্ঘদিন ধরে ইয়াবা কারবারের সাথে জড়িত বলে স্বীকার করেছে।
আটককৃতদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য জব্দকৃত মালামালসহ টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।#