হোয়াইক্যংয়ে এবার মহিলা মেম্বার পদে
নতুন চমক আজীবন নাহার
রমজান উদ্দিন পটল:::
আসন্ন ইউপি র্নিবাচনে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে মহিলা মেম্বার পদে নতুন মুখ হিসেবে চমক সৃষ্টি করতে পারে সমভাব্য মহিলা মেম্বার পদর্প্রাথী আজীবন নাহার। এখনো র্নিবাচনী তফসিল ঘোষনা না হলেও এ এলাকায় নির্বাচনী হাওয়া বয়তে শুরু করে। বিভিন্ন সমভাব্য র্প্রাথীদের নানা তৎপরতার পাশাপাশি আজীবন নাহার ভোটারদের দোয়া ও সহযোগীতা র্প্রাথনা করে বিভিন্ন স্থানে ঘরোয়া বৈঠক ও নানা প্রচারনায় নেমেছে। তিনি হোয়াইক্যং ইউনিয়নের কানজর পাড়া এলাকার তরুণ সমাজ সেবক জিয়াউর রহমান জিয়া ( নাবলুর) সহর্ধমীনি ও নয়াপাড়া এলাকার মরহু হাজী আব্দুল আজিজের সুযোগ্য কণ্যা। সমাজ সেবা ও মানব কল্যাণে এলাকায় তাদের রয়েছে ব্যাপক সুনাম। তিনি সম্ভাব্যর্প্রাথী হিসেবে প্রচারণা শুরু করলে সাধারণ ভোটারদের মধ্যে নানা উস্ছাস
দেখা দিয়েছে। র্নিবাচন উপলক্ষ্যে গতকাল ১০ ফেব্রয়ারী বিকাল ৪ টায় সম্ভাব্য মহিলা মেম্বার র্প্রাথী আজীবন নাহার নয়াপাড়াস্থ তার বাড়ীতে এলাকার বিভিন্ন শ্রেণীর পেশাজীবি মানুষের সাথে মত বিনিময় সভার আয়োজন করে। সভায় আজীবন
নাহার আজীবন এলাকার উন্নয়ন ও মানব সেবার ঘোষণা দিয়ে সকলের সহযোগিতা কামনা
করেন। সভায় স্থানীয়দের মধ্যে নয়াপাড়া বটতলী সীরাজুল উলুম মাদ্রাসার সিক্ষক নুরুল হোছাইন, নয়াপাড়া মাদ্রাসার পরিচালক হাফেজ আব্দুল্লাহ, স্থানীয় কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ ইব্রাহীম, মাও, মাহবু, সংবাদকর্মী রমজান উদ্দিন পটল, কানজর পাড়া এলাকার তরুণ ব্যবসায়ী ছৈয়দ হোছাইন,

আমান উল্লাহ আমান, লম্বাবিল এলাকার মোস্তাক, সম্ভাব্য মহিলা মেম্বার প্রাথীর স্বামী জিয়াউর রহমান নাবলু সহ এলাকার বিভিন্ন পেশার লোকজন
বক্তব্য রাখেন। #
Leave a Reply