শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৫:৪৫ পূর্বাহ্ন
হোয়াইক্যং মাদ্রাসার হেফজ বিভাগের দুইছাত্র এক মাসের বেশি সময় ধরে নিখোঁজ রয়েছে। এই দুই কিশোর নিখোঁজ হওয়ায় তাদের বাবা মা পাগল প্রায়।
২১ জানুয়ারি সকাল ১০ টায় মাদ্রাসার হেফজ বিভাগের দুই ছাত্র মোঃ ইমরান (১৩), শফি আলম (১৪) নিখোঁজ হয়। ছাত্রদ্বয় বিজিবি চেকপোস্ট এলাকার সৈয়দ আলম ও শামসুল আলমের ছেলে। তাদের হারিয়ে পিতা মাতা পাগল প্রায়।
জানা গেছে, ওই ছাত্ররা প্রতিদিনের মতো মাদ্রাসার পড়া শেষ করে সকালের নাস্তার জন্য বের হয়ে যায়। তখন থেকে তাদের হদিস পাওয়া যায়নি। মো. ইমরান ২৩ পাড়া ও মোহাম্মদ হাসেম ২৪ পাড়া কোরআন মুখস্ত করেছেন। তার সহ পাঠিরা ধারণা করছেন পড়ার চাপে তারা কোথাওনা কোথাও গা ঢাকা দিয়ে রয়েছে।
ইমরানের পিতা মৎস্যজীবী ছৈয়দ আলম বলেন, তারা হেফজ বিভাগে পড়তো। হঠাৎ করে নিখোঁজ হয়ে যায়। আতœীয় স্বজন ও সম্ভাব্য স্থানে অনেক খুঁজাখুজি করেও তাদের পাওয়া যায়নি। কোনো সুহৃদয়বান ব্যক্তি সন্ধান পেয়ে থাকলে যোগাযোগ (০১৯৪০৬৭৭৯৫২) করার জন্য বিনীত অনুরোধ করেন তিনি।
Leave a Reply