শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক : হোয়াইকং ইউনিয়নের কান্জরপাড়ার চিহ্নিত মাদককারবারীদের ইয়াবা ছিনতাই কে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ২ যুবক আহত হয়েছে।
ঘটনাটি ঘটেছে গতকাল ২১/০১/২৩ স্থানীয় সময় ১২ টা ৫০ মিনিটের সময় হোয়াইকং মডেল ইউনিয়ন পরিষদের কান্জরপাড়ায়।
জানা যায়, গতকাল নুর মোহাম্মদ শাহেদুল্লাহ,লালু,ইমান হোছন গংদের মাদকের একটি চালান জসিম ওরপে লেডু সহ অপর আরো ২ যুবক বহন করে নিয়ে আসার সময় জনৈক আকাশ,ফাহাদ গং ২ কার্ড মোট ২০ হাজার ইয়াবা ছিনিয়ে নিলে ইয়াবার মালিক পক্ষের সাথে বাড়াবাড়ির এক পর্যায়ে আকাশ সহ ২জন কে ছুরিকাঘাত করে নুর মোহাম্মদ গং। ঘটনাস্থলে অস্ত্রধারীদের ছুরিমারার দৃশ্য ভিডিও করার সময় লুৎফররহমানের এন্ড্রয়েড সেট ছিনিয়ে নিয়ে ভাংচুর করে। তা নিয়ে উভয় পক্ষের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে। এদিকে
প্রতিপক্ষের বিরুদ্ধে প্রতিশোধ নিতে রোহিঙ্গা ক্যাম্প থেকে ভাড়াটে অস্ত্রধারী আনার গুজব ছড়িয়ে পড়ার কিছুক্ষণ পর ২ যুবক কে স্থানিয় জনতা আটক করে। আটক ২ যুবক এই অস্ত্র তাদের নয় বলে মিডিয়া কর্মীদের জানায়। তবে প্রকৃত অস্ত্র কার? তাদের উপর কেউ চাপিয়ে দিয়েছে কি না, তা খতিয়ে দেখা দরকার বলে মনে করেন স্বচেতন মহল। এ বিষয়ে হোয়াইকং পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই রুকুনুজ্জামান জানান,বিষয়টি তদন্ত চলছে।অপরদিকে ইয়াবা ছিনতাইয়ের ঘটনার বিষয়টি তিনি শুনেছেন বলে ও জানান।#
Leave a Reply