বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ০৭:৪০ অপরাহ্ন
হোয়াইক্যং ইউপির রইক্ষ্যং এলাকায় বনবিভাগের জমি দখলে বাধা দেয়ায় বন কর্মকতার উপর হামলা: আটক-
নিজস্ব প্রতিবেদক:
হোয়াইক্যং ইউপির রইক্ষ্যং বিট এলাকায়
ভূমিদস্যুদের হামলায় এক বন কর্মকর্তাসহ ২ জন আহত হয়েছে। এসময় হামলাকারীরা বন বিভাগের নিরাপত্তা কর্মীদের মোবাইল ছিনিয়ে নেওয়ার ও চেষ্টা করে।
শনিবার (১৩.০৮.২০২২) বিকেল ৪ টায় রইক্ষ্যং বিট এলাকায় এ হামলার ঘটনা ঘটেছে।
এ ঘটনায় রইক্ষ্যং এর আবুল কাশেম (৩৩) নুরুল হাশেম (২৮) পিতা: মোঃ হোছন প্রকাশ মাতু’র বিরুদ্ধে বন আইনে
একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-৩ হোয়াই/টেক/২২।
আহতরা হলেন- হোয়াইক্যং রেইন্জ কর্মকতা জহির উদ্দিন মোঃ মিনহাজ উদ্দিন চৌধুরী (৫৫),বন প্রহরী নাছির উদ্দিন “এফজি” (৪৫)। হোয়াইক্যং রেইন্জ কর্মকতা ও প্রত্যক্ষদর্শিরা জানায়,
উত্তর হ্নীলা মৌজায় হোয়াইক্যং রেন্জ অফিসের আওতাধীন গেজেটভুক্ত সরকারি বন বিভাগের প্রায় ২/৩ একর জমি দীর্ঘদিন ধরে ভূমিদস্যু প্রভাবশালী চক্র দখল করার চেষ্টা করে। উক্ত চক্রের মূল হোতা কাশেম গং
বন বিভাগের জায়গায় সৃজিত বাগানের গাছ কেটে তছনছ করে ফেলে এবং তাদের চাহিদা মত আম গাছ রোপন করে। পাশাপাশি তারা স্থাপনা নির্মাণের ও চেষ্টা করে।
শনিবার দুপুরে বন বিভাগের কর্মকর্তা ও কর্মীরা ২০২১/২২ সালের সৃজিত
বাগান এলাকায় টহলে যান। এসময় তারা বনবিভাগের রোপনকৃত গাছ কেটে ফেলার দৃশ্য দেখলে তাদের বাধা প্রদান করেন। এতে ক্ষিপ্ত হয়ে
কাশেম ও নুর হাশেম গং বনকর্মকর্তাদের উপর অতর্কিতে হামলা চালায়। এফজি নাছির কে দা দিয়ে কুপানোর ও চেষ্টা করে।
ঘটনাস্থল থেকে নুরুল হাশেম কে আটক করে কোর্টে সোপর্দ করে। এ ব্যপারে রেন্জ কর্মকর্তা বাদী হয়ে বন আইনে একটি মামলা দায়ের করেছে।
Leave a Reply