শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০১:৪৮ পূর্বাহ্ন
মুহাম্মদ তাহের নঈম: হোয়াইক্যং ইউনিয়নের নয়াপাড়া বটতলী ঘোনারপাড়া এলাকায় অভিযান চালিয়ে
১০ হাজার পিস ইয়াবাসহ (১) মোঃ সেলিম, পিতা- মৃত আঃ জব্বার, সাং- নয়াপাড়া বটতলী( ২)মোসাঃ রুনা আক্তার, স্বামী- আসাওয়াদ হোসেন, (৩) আসাওয়াদ হোসেন, পিতা- আঃ সোবহান শিকদার, সাং: মামুদপুর, থানা:ফতুল্লা, জেলা- নারায়নগন্জ কে গ্রেফতার করা
হোয়াইক্যং ফাঁড়ি পুলিশের একটি দল। হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির আইসি সাব ইন্সপেক্টর মোঃ জায়েদ জানায়, পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসাবে এই অভিযান পরিচালনা করা হয়। আসামীদের জিজ্ঞাসাবাদ করে মাদক কারবারীদের মূল হোতাদের ধরতে পুলিশি অভিযান অব্যহত আছে। তিনি টেকনাফ নিউজ টোয়েন্টিফোর কে জানান,এলাকার মানুষ সহযোগিতা করলে মাদক শূন্যের কোঠায় চলে আসবে।
উল্লেখ্য,নয়াপাড়া বটতলী এলাকায় মাদককারবারিদের বড় একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছে। রয়েছে মাদকের তালিকাভূক্ত বেশ কয়েকজন গডফাদার।#
Gay porn watch https://www.gaypornhd.xxx/ online free!
Leave a Reply