শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৫:৩০ পূর্বাহ্ন
প্রেস বিজ্ঞপ্তি: কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হোয়াইক্যং বাজার এলাকা হতে র্যাব-১৫ এর অভিযানে প্রায় পঞ্চাশ লক্ষ টাকা মূল্যের অর্ধ কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধারসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে।
র্যাব-১৫, কক্সবাজার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হোয়াইক্যং বাজার সংলগ্ন মোল্লাপাড়া এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে । উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১৫,কক্সবাজার এর সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের আভিযানিক দল ১৩/০৯/২০২২ তারিখ অনুঃ ০৬.০০ ঘটিকার সময় বর্ণিত স্থানে পৌঁছালে র্যাবের উপস্থিতি বুঝতে পেরে দুইজন ব্যক্তি দৌড়ে পালানোর সময় মোঃ ফারুক(২২), পিতা- শামসুল আলম, সাং- হোয়াইক্যং, ওয়ার্ড নং-০২, ইউপি- হোয়াইক্যং, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজারকে গ্রেফতার করে এবং মঞ্জুর (৩৫), পিতা- আওয়াল হাকিম ওয়াল হাকিম, সাং- রোহিঙ্গা ক্যাম্প-১৪, হাকিমপাড়া, থানা- উখিয়া, জেলা-কক্সবাজার, বর্তমানে সাং-হোয়াইক্যং, ওয়ার্ড নং-০২, ইউপি- হোয়াইক্যং, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার পালিয়ে যায়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ তল্লাশী করে তার হাতে থাকা কালো পলিথিন ব্যাগের ভেতর হতে সাদা পলিথিন দ্বারা মোড়ানো অবস্থায় ৪৯৫ (চারশত পঁচানব্বই) গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি জানায়, পলাতক ও ধৃত ব্যক্তিরা পরস্পর যোগসাজশে মাদকদ্রব্য ক্রিস্টাল মেথ (আইস) তাদের নিজ হেফাজতে রেখে বিক্রয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করছিল।
উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন,মোঃ বিল্লাল উদ্দিন সহকারী পুলিশ সুপার।
Leave a Reply