বুধবার, ২৬ মার্চ ২০২৫, ০৪:৩৫ অপরাহ্ন
হোয়াইক্যং বাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির নির্বাচনে কে কত ভোট পেলেন। বিস্তারিত ফলাফল।
সভাপতি পদে:
মো: হানিফ সভাপতি (প্রতিক চাকা)৮৩ ভোটে নির্বাচিত।
নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী নুরুল আমিন(প্রতিক আনারস)৮০ভোট , মো: আলম( প্রতিক ছাতা)২৭ ভোট,হারুণ অররশিদ (প্রতিক চেয়ার)১১ ভোট,
হাজী ছৈয়দ আকবর (প্রতিক মাইক)০৮ ভোট।
সাধারণ সম্পাদক পদে:
ডা,মুর্শেদ সাধারণ সম্পাদক(প্রতিক আম)৮৯ ভোটে নির্বাচিত।
নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ সেলিম(প্রতিকী প্রজাপতি) ৭০ভোট।
আবু তাহের(প্রতিক হরিণ)৫২ ভোট, মোঃ কামাল-০
সহ-সভাপতি পদে:
সহ সভাপতি মাসুদ পারভেজ (প্রতিক কলসি)১২৬ ভোটে নির্বাচিত।,নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মংসাইলাই(প্রতিক দেয়ালঘড়ি)৭৬ ভোট।
সহ-সাধারণ সম্পাদক:
সহ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম (প্রতিক তালাচাবি)১৩১ভোটে নির্বাচিত।
নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবছার কবির আকাশ(প্রতিক গোলাপফুল) ৭৮ভোট।
সাংগঠনিক সম্পাদক:
মানিক মিয়া(প্রতিক তারা) বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিত।
সহ সাংগঠনিক:
মোঃ মুহিববুল্লাহ (প্রতিক ক্রিকেট বেট)১৩৬ ভোটে নির্বাচিত। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী
রুহুল আমিন(প্রতিক আপেল)৬৯ ভোট।
অর্থ সম্পাদক:
নুরুল আমিন অর্থ সম্পাদক(প্রতিক মোটর সাইকেল)৮৯ ভোটে নির্বাচিত। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী হাফেজ জাহেদ হোসেন(প্রতিক মই)৬১ ভোট।
আক্তার মিয়া (প্রতিক টেবিল)৫৬ ভোট।
নির্বাহী সদস্য:
নির্বাহী সদস্য পদে ফরিদুল আলম(প্রতিক ঘুড়ি)১০১ ভোটে নির্বাচিত।নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ ইসহাক(কাপ পিরিচ)৮৮ ভোট,খুইল্যা মিয়া (প্রতিক মগ)১০ ভোট।
সহ-অর্থ সম্পাদক:
সুজিত বড়ুয়া,
আইন ও শালিস বিষয়ক আবুল কাশেম,
দপ্তর সম্পাদক নুর মোহাম্মদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত।
Leave a Reply