শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১১:১১ পূর্বাহ্ন
হোয়াইক্যং লম্বাবিলে পাহাড় কাটায় বাধা দেয়ায় প্রতিপক্ষের উপর হামলা, আহত-৩
নিজস্ব প্রতিবেদক::
হোয়াইক্যং ইউপির লম্বাবিল এলাকায় পাহাড় কাটায় বাধা দেয়া কে কেন্দ্র করে অতর্কিত হামলায় ৩ জন গুরুতর আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
অদ্য ১৮ জানুয়ারী২০২২ ইং সকাল সাড়ে ১১টায় স্থানিয় বৈদ্য রশিদ এর ছেলে জাফর, শাহ আলম, নুরুর ছেলে ছৈয়দ আলম,বাইলার ছেলে রাসেল গংরা অবাধে পাহাড় কেটে সমতল করার সময় প্রতিবেশী ফিরুজ নুর আহমদ বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে পাহাড়খেকু উক্ত সন্ত্রাসীরা দা কিরিচ নিয়ে এলোপাতাড়ি আক্রমন চালায়। এতে মৃতু সুলতান আহমদের পুত্র মোঃ আলী(৬০),মোহাম্মদ আলীর দুই পুত্র যথাক্রমে মোঃ ফিরুজ (২২),নুর আহমদ ২৪ গুরুতর আহত হয়। সন্ত্রাসীদের হাত থেকে ৬০ বছরের বৃদ্ধ ও রেহায় পায়নি।
আহতদের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে টেকনাফ মডেল থানায় আলী আহমদ বাদী হয়ে- শাহ আলম, মোঃ জাফর,মোঃ রাসেল, আবছার,ছৈয়দ আলম সহ ৫জন কে বিবাদী করে লিখিত অভিযোগ দিয়েছে। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা নিতে হোয়াইক্যং পুলিশের আইসি কে নির্দেশ দিয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
মামলার বাদী আলী আহমদের পরিবার জানায়, সন্ত্রাসীরা আমার বাড়ির দরজা,আলমিরা,ঘরের ছাউনি সহ বহু আসবাবপত্র তচনচ করেছে। এতে বাড়ির প্রায় দেড়লক্ষাধিক টাকার ক্ষয় ক্ষতি হয়েছে। হোয়াইক্যং পুলিশের ইন্চার্জ এসআই মুজিবর ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে।
Leave a Reply