শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০২:৫৮ পূর্বাহ্ন
হোয়াইক্যং হাইওয়ে থানার অভিযানে ৫ হাজার ইয়াবা সহ আটক-১ নোহা জব্দ:
ওমর ফারুক::
টেকনাফের হোয়াইক্যং হাইওয়ে থানার এএসআই মোঃ জসিম উদ্দিনের নেতৃত্বে হাইওয়ে পুলিশের চৌকস টিম কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক মহাসড়কে নিয়মিত তল্লাশি চেকপোস্ট পরিচালনা করে
৫ হাজার ইয়াবা সহ এক যুবক আটক করেছে।
৫ সেপ্টেম্বর ( মঙ্গলবার) সাড়ে ৩ টায় হোয়াইক্যং ইউপির নয়াপাড়ায় টেকনাফ টু কক্সবাজার গামী একটি নোহা,যার রেজিস্ট্রেশন নং ( চট্টমেট্রো -চ-১১-২৪৩৭) গাড়িটিকে তামিয়ে তল্লাশি করে। তল্লাশির এক পর্যায়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৫ হাজার পিস ইয়াবা সহ নোহা জব্দ করে। হাইওয়ে পুলিশ জানায়, আটককৃত চালক মোঃ মাসউদ(২০) হ্নীলা ইউপি’র ৯ নং ওয়ার্ড জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্প ২৭ এর ব্লক-এ ফোর এর বাসিন্দা জাফর আলমের পুত্র বলে জানা গেছে।
এই বিষয়ে হোয়াইক্যং হাইওয়ে থানার (পরিদর্শক) কাইয়ুম উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাইওয়ে পুলিশ আঞ্চলিক মহাসড়ককে সব সময় মাদক মুক্ত রাখতে কাজ করে যাচ্ছে । আমরা মাদকের বিরুদ্ধে জিরু ট্রলারেন্স নীতি তে কাজ করছি।
আসামী টেকনাফ মডেল থানায় হস্তান্তর পূর্বক মামলার প্রস্তুতি চলছে বলে ও জানান।
Leave a Reply