শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০২:০৭ পূর্বাহ্ন
হোয়াইক্যং হাইওয়ে পুলিশের বিশেষ অভিযান
৪০০ পিস ইয়াবাসহ আটক-২
নিজস্ব প্রতিবেদক :
অদ্য ২৩/০১/২০২৩ইং ০৯ঃ৩০ ঘটিকার সময় হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই কামরুল আলম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন ১নং হোয়াইক্যং ইউনিয়নের নয়াপাড়াস্থ আবদুল আলিম এর বাড়ির সামনে কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক মহাসড়কের উপর তল্লাশীকালে একটি টমটমে থাকা ২ জন সন্দেহজনক যাত্রী ১। মোঃ মোনসেফ আলী সিকদার (৩০) পিং- মনসর আলী সিকদার, সাং- মাগুরা, থানা- আগৈলঝরা জেলা- বরিশাল ২। ইকবাল হোসেন বাবু (২২) পিতা- আঃ আলী সাং- জরুন থানা- কাশিমপুর জেলা- গাজীপুর দ্বয়কে আটক করে একজন এর পাকস্থলী হতে ৪০০ (চারশত) পিস ইয়াবা টেবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১২০০০০/= (এক লক্ষ বিশ হাজার) টাকা। এ ব্যাপারে
টেকনাফ মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
বিষয় টি নিশ্চিত করেছেন হাইওয়ে কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ।#
Leave a Reply