রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ১০:২৯ পূর্বাহ্ন

হ্নীলায় শীতাতপ নিয়ন্ত্রিত কসমেটিকস দোকান ‘মাওয়া কসমেটিকস’ এর শুভ উদ্বোধন

হ্নীলায় শীতাতপ নিয়ন্ত্রিত কসমেটিকস দোকান ‘মাওয়া কসমেটিকস’ এর শুভ উদ্বোধন

হ্নীলায় অত্যাধুনিক শীতাতপ নিয়ন্ত্রিত কসমেটিকস দোকান মাওয়া কসমেটিকস এর শুভ উদ্বোধন। 

নিজস্ব প্রতিবেদক ::

টেকনাফ উপজেলার হ্নীলায় অত্যাধুনিক শীতাতপ নিয়ন্ত্রিত কসমেটিকস দোকান “মাওয়া কসমেটিক্স” শুভ উদ্বোধন করলেন আন্তর্জাতিক ইসলামিক স্কলার আল্লামা ওবায়দুল্লাহ হামজা।
অদ্য ৫ জানুয়ারী রবিবার দুপুর ২ টায় হ্নীলা পুরাতন বাজার রোডে অব‌স্থিত মাওয়া কসমেটিকস ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন। মাসুদ এন্টারপ্রাইজ এবং ক্রোকারিজ মোলার সহযোগী প্রতিষ্টান মাওয়া কসমেটিক্স উদ্বোধনকালে উপস্থিত ছিলেন বাজার পরিচালনা কমিটির সিনিয়র সদস্য মুফিজুল আলম,হ্নীলা দারুসসুন্নাহর ছদরে মুহতামিম ক্বারী মোখতার আহমদ, হ্নীলা বাজার পরিচালনা কমিটির সেক্রটারী অধ্যাপক জহির আহমদ,ব্যবসায়ী সমিতির সভাপতি বাহাদুর শাহ তপু,সাধারণ সম্পাদক আব্বাস আলী, প্রবীণ সাংবাদিক মুহাম্মাদ তাহের নঈম, বাজার কল্যাণ সমিতির সভাপতি নুর হোসেন আজাদ,সহ সভাপতি কামাল হোসেন,সাধারণ সম্পাদক মাসুদ,মৌলানা তৈয়ব আরমান,মাওলানা নুর মোহাম্মদ নুরানী,হাফেজ মাওলানা শাকের আহমদ,হ্নীলা হেলথ কেয়ারের চেয়ারম্যান জুবাইর ওসমান,অপারেশন ম্যানেজার আলমগীর সালাম পুলক,বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ,হ্নীলা ডিস্টিবিউটর ব্যবসায়ী সমিতির সভাপতি, মোঃ রফিক,সাধারন সম্পাদক আব্দুল আজিজ,

মাওলানা শমসুল ইসলাম,মাস্টার রিদওয়ান প্রমুখ। মাওয়া কসমেটিকস এর স্বত্বাধিকারী
আবু বকর আল মাসুদ বলেন,
মেয়েদের ব্যবহার্য সব ধরণের উন্নত মানের প্রসাধনী সামগ্রী, বেনিটি ব্যাগ, বিভিন্ন ধরণের পারফিউম, উন্নত মানের জুতা, সুগন্ধি তেলসহ বিয়েতে প্রয়োজন এমন সব ধরণের ব্যবহার্য সামগ্রী পাওয়া যাবে আমাদের দোকানে। আপনারা আমাদের ভাই-বোনেরা মাওয়া কসমেটিকস শপে আসুন, দেখুন। আশা করি ভালো লাগবে। আমাদের দোকানে যে কোনো পণ্য ক্রেতারা অতি সূলভ মূল্যে মানসম্মত কসমেটিক পন্য পাবেন ইনশাআল্লাহ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design By Rana