বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ০৮:৩২ অপরাহ্ন
হ্নীলা প্রতিনিধি::
টেকনাফ সদর ইউনিয়নের চেয়ারম্যান, সদ্যকারামুক্ত শাহাজাহান চেয়ারম্যানের শোডাউন ও সাক্ষাত শেষে বাড়ি ফেরার পথে অপহরণকারীদের কবলে পড়েছে শ্রমিকলীগ নেতা খলিল চৌধুরী।হোয়াইক্যং ইউনিয়নের ৩ নং ওয়র্ডের কুতুবদিয়া পাড়ার নুরুল আমিন চৌধুরীর পুত্র আব্দুল খলিল চৌধুরী গত বৃহঃপতিবার দিবাগত গভীর রাতে টেকনাফ থেকে ফিরান পথে
হ্নীলার সাবেক এমপির পাম্পের একটু উত্তরে প্রিকেডেট কিন্ডারগার্ডেন এর রাস্তার মাথায় পৌঁছামাত্র অপহরণকারীরদল সড়কে একটি টমটম ও গাছ দিয়ে ব্যারিকেপ সৃষ্টি করে। এক পর্যায়ে হাইজ্যাক কারীরা অস্ত্রের মুখে জিম্মি করে তার ব্যবহৃত প্রাইভেট কার থেকে নামিয়ে চোখ,মুখ বেঁধে পশ্চিমে পাহাড়ের দিকে নিয়ে যায়। খলিল চৌধুরী কে সারারাত শারিরিক ও মানসিক টর্সার শেষে ৪লাখ টাকা মুক্তিপণ দাবী করে তার পরিবারের কাছে খবর দিতে মধ্যযুগীয় কায়দায় প্রহার করে। প্রাণে মেরে লাশ গুমের ও হুমকি দেয়।
গতকাল রাত ১০টায়
খলিল চৌধুরীর পরিবারসূত্রে জানা যায়,অবশেষে ৪ লাখ টাকা মুক্তিপণ দিয়েই তাকে ছাড়া হয়েছে। গতকাল জুমাবার মুক্তিপণেরর টাকা পাওয়ার পর বিকেলে সুর্য্য ডুবান পর অপহরণকারীরা একটি মোটর সাইকেলে করে চোখ মুখ হাত বাঁধা অবস্থায় ডাক্তার মুফিজের বাসার সামনে রেখে চলে যায়। তার পরিবার এ প্রতিবেদক কে জানায়, এ ঘটনায় হ্নীলার কতিপয় প্রভাবশালী মহলের ইন্ধন রয়েছে। খলিল এখন কক্সবাজারে চিকিৎসাধীন রয়েছে। সে চরম নিরাপত্তাহীনতায় ভোগছে। এ বিষয়ে খলিল চৌধুরী ও তার পরিবার প্রশাসনের উচ্চ মহলের হস্তক্ষেপ কামনা করেছেন।#
Leave a Reply