বুধবার, ২৬ মার্চ ২০২৫, ০৫:৩০ অপরাহ্ন
হ্নীলা উম্মে সালমা রা. ইসলামিয়া মহিলা মাদ্রাসার ১৬তম বার্ষিক সভা অনুষ্ঠিত :
ডেস্ক রিপোর্ট ::
টেকনাফের হ্নীলা উম্মে সালমা রা. ইসলামিয়া মহিলা মাদ্রাসার ১৬তম বার্ষিক সভা সফলভাবে সম্পন্ন হয়েছে। শনিবার (৯ ফেব্রুয়ারি) মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সভায় দেশের বিশিষ্ট ইসলামি চিন্তাবিদরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের মহাসচিব আল্লামা উবায়দুল্লাহ হামজা। প্রধান বক্তার আসন থেকে তিনি ইসলামি শিক্ষার গুরুত্ব, ইসলামে নারীর অধিকার ও নারীদের দ্বীনি শিক্ষার অপরিহার্যতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
এছাড়া বিশেষ আলোচক হিসেবে ওয়াজ পেশ করেন টেকনাফ আল জামিয়া আল ইসলামিয়ার পরিচালক মাওলানা মুফতি কিফায়াতুল্লাহ শফিক, কক্সবাজার বদর মোকাম মসজিদের সাবেক খতীব মাওলানা নুরুল কাদের শাকের, জামিয়া ইসলামিয়া দারুসসুন্নাহ হ্নীলার ভারপ্রাপ্ত সহকারী পরিচালক মাওলানা আজিজুল হক, মাওলানা ইমাম হোসেন, মাওলানা জসিম উদ্দিন ও মাওলানা কারি মসউদুল আলম।
অনুষ্ঠানের উদ্বোধনী আলোচনা করেন মাদ্রাসার শিক্ষক মাওলানা মুফতি আবু আবদুল্লাহ আহমদ। সভার সভাপতিত্ব করেন মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি মাওলানা মুহাম্মদ রফিক উদ্দিন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা এনামুল হক মনজুর ও পরিচালনা কমিটির সদস্যবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য মাওলানা দিলদার আহমদ।
বক্তারা ইসলামের আলোকে শবে বরাতের করণীয় ও বর্জনীয়, নারীদের শিক্ষার গুরুত্ব ও তাদের অধিকার নিয়ে মূল্যবান বক্তব্য উপস্থাপন করেন। সভায় স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি, অভিভাবক ও সাধারণ জনগণ বিপুল সংখ্যায় উপস্থিত ছিলেন।
Leave a Reply