সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৫৩ অপরাহ্ন
মুহাম্মদ জাহাঙ্গীর আলম : হ্নীলা জাদিমোরা রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে ৮৭পিস ইয়াবাসহ ৫জন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে।
সুত্র জানায়, ২৮ডিসেম্বর বিকাল পৌনে ৫টারদিকে এপিবিএন পুলিশের এসআই (নিঃ) মোঃ সাইফুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে সর্ঙ্গীয় ফোর্স নিয়ে ২৭নং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-বি এর ৭নং সেক্টরের জনৈক মালেকের বসত-ঘরে অভিযান চালিয়ে ৮৭পিস ইয়াবাসহ ২৭নং ক্যাম্পের ব্লক-বি,৭নং সেক্টরের শফি উল্লার পুত্র মোঃ সাদেক (২০),ব্লক-বি,সেক্টর-৩ এর মৃত ইব্রাহীমের পুত্র মোঃ সৈয়দ সালাম (২০), ব্লক-বি এর সেক্টর-১ এর মোহাম্মদ নুরের পুত্র কামাল (২৬), ব্লক-বি, ৪নং সেক্টরের লাল মিয়ার পুত্র সামছু আলম (২৮) এবং জাদিমোরার মৃত মিরাজের পুত্র মোহাম্মাদ আলী (২৬) কে আটক করে।
এই ব্যাপারে নিয়মিত মামলা দায়েরের পর ধৃত মাদক কারবারীদের টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে বলে কক্সবাজার ১৬এপিবিএনের নবাগত অধিনায়ক মোঃ তারিকুল ইসলাম তারিক নিশ্চিত করেন।
Leave a Reply