মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৬:১১ অপরাহ্ন
হ্নীলা জামিয়া দারুসসুন্নাহর বার্ষিক সভা সফল করতে সাবেক ছাত্রদের মত বিনিময় সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক:
আল-জামিয়া দারুসসুন্নাহর বার্ষিক সভা সফল করতে এবং জামিয়া দারুসসুন্নাহর সার্বিক বিষয় নিয়ে এক মতবিনিময় সভা হ্নীলায় অনুষ্ঠিত হয়েছে।
অদ্য বৃহস্পতিবার বাদে জুহুর জামিয়া দারুসসুন্নাহর সাবেক ছাত্র হাফেজ মাওলানা জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় জামিয়া দারুসসুন্নাহর সাবেক ছাত্র,শিক্ষক, হ্নীলা,হোয়াইক্যং,পালংখালী,
টেকনাফ,সাবরাং সহ বিভিন্ন মাদরাসার জিম্মাদার ও কর্মরত আলেম ওলামারা এতে অংশগ্রহণ করেন। উপস্থিত ওলামায়ে কেরামদের মধ্যে মাওলানা তাহের নঈম,মাওলানা মুফতি ইব্রাহিম সাইফী,হাফেজ মাওলানা ছৈয়দ আলম,মাওলানা হাফেজ মঈনুদ্দিন,
মাওলানা তাহের গাজী,
মাওলানা মোঃ ইউনুছ, মাওলানা ইউসুফ,মাওলানা মোহাম্মদ নুর,মাওলানা নুরুল আলম,মাওলানা ফরিদুল আলম,মাওলানা জাকের হোছাইন,মাওলানা গিয়াস উদ্দিন, মাওলানা হাফেজ মোবারক,মাওলানা ওসমানগনী,মাওলানা রুহুল আমিন,মাওলানা হোছাইন আহমদ,মাওলানা শরীফ হোছাইন,মাওলানা ক্বারী কামাল উদ্দিন,মাওলানা জাকারিয়া,মাওলানা শফিকুররহমান,মাওলানা হাফেজ ছৈয়দ আহমদ,মাওলানা আবুল কাশেম,মাওলানা আবছার খারাংখালী,মাওলানা মুফিজুররহমান,মাওলানা ইয়াহিয়া, মাওলানা ইবরাহীম, মাওলানা মোঃ নূর প্রমুখ উপস্থিত ছিলেন।
মত বিনিময় সভায় দারুসসুন্নাহর বার্ষিক সফল করার পাশাপাশি,বক্তারা আল্লামা শাহ ইসহাক (রহঃ) শাহ আবুল মন্জুর (রহঃ) আল্লামা শাহ আখতার কামাল (রহঃ) সহ বুজুর্গানে দ্বীনদের রুহের মাগফিরাত কামনা কামনা করেন।
জেলার ঐতিহ্যবাহী দ্বীনি এদারার ঐতিহ্য ধরে রাখতে নানা পরামর্শ তুলে ধরা হয়।
মতবিনিময় সভায় দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ ভাবে দারুসসুন্নাহর সুনাম ধরে রাখতে নানা সিদ্ধান্ত গৃহিত হয়।
#
Leave a Reply