বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম :
এখন স্বাধীন দেশে বসবাস করছি: আগে স্বাধীন ছিলাম না : পীর সাহেব চরমোনাই সতর্ক থাকার আহবান :সেপ্টেম্বরে বাড়তে পারে ডেঙ্গুর প্রকোপ এবার ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আসনা’ এখনও অনেক ষড়যন্ত্র হচ্ছে, সুযোগ পেলে আঘাত করবে: মীর্জা ফখরুল হোয়াইক্যং ইউনিয়ন উত্তর শাখা ১০ নং ওয়ার্ড যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত টেকনাফের মাফিয়া ডন বদি গ্রেপ্তার অতিরিক্ত বিমান ভাড়ার নেপথ্যে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাব সভাপতি তসলিম সিন্ডিকেট যুদ্ধবিরতি হলে ইসরায়েলে হামলা করবে না ইরান ১২ দেশের মুদ্রা নিয়ে পালানোর সময় সাবেক ২ মন্ত্রী আটক:১০ দিনের রিমান্ডে বাংলাদেশে সামরিক পদক্ষেপ নিতে মোদির প্রতি আহ্বান কংগ্রেস বিধায়কের
হ্নীলা মৌলভী বাজারে ভিটে বাড়ি জবর দখল করতে গিয়ে ২ নারী ও এক বৃদ্ধের উপর হামলা,ভাংচুর

হ্নীলা মৌলভী বাজারে ভিটে বাড়ি জবর দখল করতে গিয়ে ২ নারী ও এক বৃদ্ধের উপর হামলা,ভাংচুর

নিজস্ব প্রতিবেদক:টেকনাফ উপজেলার হ্নীলা মৌলভী বাজারে ভিটে বাড়ি জবর দখল করতে গিয়ে ২ নারী ও এক বৃদ্ধের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। সন্ত্রাসীরা তাদের ঘর ভাংচুর, আসবাবপত্র লুটপাট করেছে বলে ও অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে অদ্য ৩ ঘটিকায় হ্নীলা মৌলভী বাজার (নাইক্ষ্যংখালী) কুনাপাড়া নামক গ্রামে। জানা যায়,ইসমাইল
ছৈয়দ আহমদ গং এর সাথে
সোনালীর পৈত্রিক সূত্রে প্রাপ্ত ভিটে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। উক্ত জমিতে সোনালীর মেয়ে আমিনা খাতুন,স্বামী মোঃ ইউসুফ সহ স্ব পরিবারে শান্তপূর্ণ ভাবে বসবাস করে আসছিল।
সোনালীর ২ ছেলে ২ মেয়ে। ইউসুফের স্ত্রী আমিনা পৈত্রিক সূত্রে প্রাপ্ত নিজ ভোগদখলীয় ভিটে বাড়িতে যোগ যোগ ধরে বসবাস করে আসছে।এতে একটি কুচক্রিমহলেরর কু নজর পড়ে। জমির দাম বৃদ্ধি পাওয়ায় তারা লোভ সামলাতে না পেরে বার বার ভিটেবাড়ির উচ্ছেদের হুমকি দেয়। এক পর্যায়ে ছৈয়দ আহমদ, ইসমাইল গং টেকনাফ থানায় অভিযোগ দায়ের করলে এসআই জলিল বিরোধ মিমাংসার নিমিত্তে সরেজমিনে এসে উভয় পক্ষ কে আলাদা আলাদা এডভোকেট মারফত স্ব স্ব প্রতিবেদন দাখিল করতে বলে। এতে সোনালী পক্ষ প্রতিবেদন পেশ করলে ও প্রতিপক্ষ ছৈয়দ আহমদ, ইসমাইল গং তা অগ্রাহ্য করে। পরে ইসমাঈল ২৫/০২/২০১৫ কোর্টে গিয়ে মামলা দায়ের করে।
প্রতিপক্ষ তা নিয়ে আদালতে মামলা করলে সোনালী তাদের দায়ের করা মামলায় ডকুমেন্ট মোতাবেক ডিক্রি পায়।
ইসমাইল বাদী হয়ে দায়ের করা উক্ত
মামলা ও খারিজ করে দেয় বিজ্ঞ আদালত। নিম্মের তপশীল ভুক্ত জমি যার
ডিআরা খতিয়ান নং-১১৭৯,বিএস খতিয়ান-৮১৫, দাগ নং ৮২,ডিআরা ৬ শতক,অনুমতি দখল ৭ শতক জমি পূর্বেই সোনালী ও তার মেয়ের ভোগ দখলে ছিল।
ঘটনার দিন ১৫ জুন বিকাল ৩ টায়
ছৈয়দ হোসেন,ছৈয়দ আহম,জাগির হোছন,আব্দুল মোনাফ গং জনৈক দুবাই বাদশাহর ইন্ধনে বেআইনি জনতা গঠন করে আমেনা খাতুনের বসতবাড়ি ভাংচুর করে। প্রায় শত বছরের ভোগ দখলীয় জমি ভিটে তে অতর্কিত হামলা চালায় সংঘবদ্ধ এই চক্র। এতে ২ মহিলা যথাক্রমে আমেনা খাতুন (৩৫) জুবেদা খাতুন(৩২) সোনালী(৬০) গুরুতর আহত হয়। আহতদের মধ্যে আমেনা খাতুন কে মুমুর্ষ অবস্থায় টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে ঘটনার বিষয়ে অভিযুক্ত ছৈয়দ হোছন গংদের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের মোবাইলে সংযোগ দেয়া যায়নি।

এ বিষয়ে টেকনাফ মডেল থানায় মামলার পক্রিয়ায় চলছে।

টেকনাফ মডেল থানা পুলিশের ডিওটি অফিসার জানান,লিখিত অভিযোগ এখনো পাইনি।অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া যাবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design By Rana