সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৬ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট ::
হ্নীলা রঙ্গিখালীর হেলাল উদ্দিন পিতা: জাহেদ হোছন কে ৩১ হাজার ইয়াবা একটি কভার্ড ভ্যান সহ আটক করেছে র্যাব।
অদ্য ০১/১২/২০২১ র্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক দল মরণঘাতী মাদক
ইয়াবা ট্যাবলেট বাহী ঢাকা মেট্রো-ট ২০-৬২২০ নম্বরযুক্ত একটি কাভার্ড ভ্যান টেকনাফের হ্নীলা ইউনিয়নস্থ জাদিমুড়া
ঘূমতলী এলাকায় আটক করে। অভিযান পরিচালনাকালে আটককৃত কাভার্ড ভ্যান তল্লাশী করে উক্ত গাড়িতে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩১,০০০ (একত্রিশ হাজার) পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। উক্ত কাজে জড়িত মাদক কারবারী মােঃ হেলাল
উদ্দিন (৪৩), পিতা- জাহেদ হােছন , মাতা- নয়না খাতুন, সাং- পূর্ব রঙ্গীখালী, ওয়ার্ড নং-০৭, ইউপি- হ্নীলা, থানা- টেকনাফ,
জেলা- কক্সবাজারকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর জন্য কক্সবাজার জেলার টেকনাফ থানায়
লিখিত অভিযােগ দাখিল করা হয়েছে।
এলাকা সূত্রে জানা যায়,
আটককৃত হেলাল রঙ্গিখালী লামারপাড়ার
জাহেদ হোছনের পুত্র ও আমেরিকা কামালে ভাগিনা। রঙ্গিখালীর শীর্ষ ইয়াবা কারবারী পেঠানের বড় ভাই বলে ও জানা গেছে।#
Leave a Reply