বুধবার, ২৬ মার্চ ২০২৫, ০৫:২৭ অপরাহ্ন
১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সফল ভাবে সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক:
সৈকত নগরী কক্সবাজার জেলার অন্যতম সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন আলোর ছোঁয়া ফ্রেন্ডশিপ ক্লাব কর্তৃক আয়োজিত ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সম্পুর্ণ।
কক্সবাজার জেলার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন কক্সবাজার ব্লাড ডোনার’স সোসাইটির সহযোগিতায় পালংখালী বাজারে এ কর্মসূচি সম্পূর্ণ হয়।
এতে সার্বিক সহযোগিতা করেন
আলোর ছোঁয়া ফ্রেন্ডশিপ ক্লাব এর যুগ্মসাধারণ সম্পাদক পল্লী চিকিৎসক এনামুল হক এনাম।
উক্ত কর্মসূচি উদ্বোধন করেন আলোর ছোঁয়া ফ্রেন্ডশিপ ক্লাব এর সম্মানিত উপ-প্রধান উপদেষ্টা জনাব এম এ মঞ্জুর।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা হাফেজ জাকের।
বিশেষ অতিথি:- জনাব নুরুল হক মেম্বার ইউপি সদস্য ০৭নং ওয়ার্ড পালংখালী ইউনিয়ন পরিষদ।
বিশেষ অতিথি:- আনোয়ার ফায়সাল আরিফ – সম্মানিত উপদেষ্টা আলোর ছোঁয়া ফ্রেন্ডশিপ ক্লাব।
বিশেষ অতিথি:- আহমেদ হোসেন, সম্মানিত উপদেষ্টা আলোর ছোঁয়া ফ্রেন্ডশিপ ক্লাব।
বিশেষ অতিথি:- শফিউল্লাহ তুহিন।
উপস্থিত ছিলেন কক্সবাজার জেলার অন্যতম সরকারী নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংগঠন কক্সবাজার ব্লাড ডোনার’স সোসাইটির সিনিয়র নেতৃবৃন্দ।
আরো উপস্থিত ছিলেন অত্র সংগঠনের সম্মানিত মানবতার সেবক গন,যথা ক্রমে ১/ আবদুল্লাহ আল নোমান ২/ মেহের জামাল ৩/ নুরুল হাকিম ৪/ মোক্তার হোসেন ৫/ এনামুল হক এনাম ৬/ শহিদুল ইসলাম ৭/ছৈয়দুল বশর ৮/ আশেক ইলাহী রাব্বানী ৯/আবুল ফয়েজ রনি ১০/ সোলতান মাহমুদ রিদুয়ান ১১/ শাহেদ ইলাহি ১২/ মোঃ দেলোয়ার হোসেন ১৩/ কালাম শাহ ১৪/ সাদ্দাম হোসেন ১৫/ শাহ জালাল জীবন ১৬/ নুর আশেক ১৭/ খাইরুল আমিন রিফাত ১৮/ আবু হুরায়রা ১৯/ আবু হানিফ ২০/ মোঃ জোবাইর ২১/ মোঃ আব্দুল্লাহ ২২/ মোঃ ইলিয়াস ২৩/ আলমগীর ২৪/ নুরুল আমিন শুভ ২৫/ সাইফুল ইসলাম শাহীন ২৬/ আব্দুর রহমান ২৭/ নুরুল আবছার ( ১)
২৮/ নুরুল আবছার (২)২৯/ আবদুল মজিদ ৩০/ শহিদুল ইসলাম সহ আলোর ছোঁয়া ফ্রেন্ডশিপ ক্লাব এর স্বেচ্ছা সেবক গন।
এতে সভাপতিত্ব করেন:- ইঞ্জিনিয়ার খাইরুল আমিন শামীম সভাপতি আলোর ছোঁয়া ফ্রেন্ডশিপ ক্লাব
সঞ্চালনায় :- হারুন অর রশিদ সাধারণ সম্পাদক আলোর ছোঁয়া ফ্রেন্ডশিপ ক্লাব।
Leave a Reply