মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ০১:১৩ পূর্বাহ্ন

৪৮ ঘণ্টার মধ্যে ইউক্রেনে ‘পূর্ণ মাত্রায় রাশিয়ার আক্রমণে’র আশঙ্কা যুক্তরাষ্ট্রের

৪৮ ঘণ্টার মধ্যে ইউক্রেনে ‘পূর্ণ মাত্রায় রাশিয়ার আক্রমণে’র আশঙ্কা যুক্তরাষ্ট্রের

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ইউক্রেনে ‘পূর্ণ মাত্রায় রুশ আক্রমণে’র আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের পক্ষ থেকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে এই বিষয়ে অবহিত করা হয়েছে। জেলেনস্কি সরকারের একটি ঘনিষ্ট সূত্রও নিউজউইক সংবাদমাধ্যমকে মার্কিন সতর্কতার বিষয়টি নিশ্চিত করেছে।

মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, তাদের প্রাপ্ত তথ্য অনুসারে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রতিবেশী দেশে পূর্ণ মাত্রায় আক্রমণ চালানোর প্রস্তুতি নিচ্ছে রাশিয়া।

এই তথ্য সম্পর্কে সরাসরি অবগত থাকা এক মার্কিন কর্মকর্তা নিউজউইককে বলেন, যুক্তরাষ্ট্রের প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইউক্রেনের প্রেসিডেন্টকে সতর্ক করে জানানো হয়েছে যে রাশিয়ার পূর্ণ মাত্রার আক্রমণ ৪৮ ঘণ্টার মধ্যে শুরু হতে পারে।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design By Rana