শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫২ পূর্বাহ্ন
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে লাগা আগুন ৮৬ ঘণ্টা পর নিভে গেছে। বুধবার (৮ জুন) দুপুরে সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের ১৮ ব্রিগেডের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম হিমেল গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ‘দুপুর ১২টার দিকে আগুন পুরোপুরি নিভে গেছে। কিছু কনটেইনার থেকে এখনও ধোঁয়া বের হচ্ছে, কিন্তু আগুন আর জ্বলছে না। কয়েকটি শেড ও অনেক কনটেইনার পুড়ে দুমড়ে-মুচড়ে গেছে। ক্রেনের মাধ্যমে সেগুলো সরানো হচ্ছে। এর নিচে আর কোথাও কিছু আছে কি-না এখনই বলা সম্ভব নয়।
এর আগে সকালে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, আগুন নির্বাপণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। যদিও কনটেইনার থেকে ধোঁয়া বের হচ্ছে।
উল্লেখ্য, গত ৪ জুন রাত ১০টার দিকে বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। সংশ্লিষ্টরা জানান, রাতে একটি কনটেইনারে আগুন লাগে। পরে সেটি বিস্ফোরিত হলে আগুন ছড়িয়ে পড়ে। এ দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের ৯ কর্মীসহ ৪৪ জন মারা গেছেন। আহত হয়েছেন ফায়ার সার্ভিস, পুলিশ , ডিপোর কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকসহ দুই শতাধিক। তারা বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।
Leave a Reply