প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৬, ২০২৫, ১০:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৫, ২০২৪, ১০:৪৪ পি.এম
আবারো ইসরাইল ও হামাসের মাঝে মধ্যস্থতা শুরু করবে কাতার
আবারো ইসরাইল ও হামাসের মাঝে মধ্যস্থতা শুরু করবে কাতার। নবনির্বাচিত মার্কিন প্রশাসনের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত মধ্য প্রাচ্য সফরের পর এ বিষয়ে ইঙ্গিত দেয় মধ্যপ্রাচ্যের দেশটি।
টাইমস অব ইসরাইলের খবরে বলা হয়েছে, সম্প্রতি নবনির্বাচিত মার্কিন প্রশাসনের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফ মধ্যপ্রাচ্য সফর করেন। এ সময় তিনি কাতার ও ইসরাইল সফর করেন। এ সময় তিনি আগামী ২০ জানুয়ারির আগে একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর জন্য প্রচেষ্টা শুরু করার জন্য অনুরোধ করেন। এরই পরিপ্রেক্ষিতে আবারো ইসরাইল ও হামাসের মাঝে মধ্যস্থতা শুরুর কথা ভাবছে কাতার।
সূত্রটি আরো জানিয়েছে, রাষ্ট্রদূত উইটকফ নভেম্বরের শেষের দিকে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানির সাথে আলাদাভাবে দেখা করেছিলেন।
খবরে বলা হয়েছে, দুই পক্ষের সাথে মার্কিন দূতের বৈঠক এদিকে ইঙ্গিত দেয় যে উপসাগরীয় রাষ্ট্র কাতার গত মাসে তার ভূমিকা স্থগিত করার পরে মূল মধ্যস্থতাকারী হিসেবে পুনরায় তার ভূমিকা শুরু করবে।
Copyright © 2025 Teknaf News24. All rights reserved.