প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৫, ২০২৫, ১২:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৬, ২০২১, ৯:৩৭ পি.এম
আরব আমিরাতের শারজায় নবী হোসাইন নঈম সংবর্ধিত

আরব আমিরাতের শারজায় নবী হোসাইন নঈম সংবর্ধিত :
বধু বরণ নয়,নয় কোন দেশের এমপি মন্ত্রীর বরণ ও নয়!
আরব আমিরাতের জমিনে
নিজ কর্মস্থলে আপনজন কে ফিরে পাওয়া নিয়ে মনের আনন্দে আত্মহারা হয়েই মূলত এই আয়োজন। যার নেপথ্যে কারিগর দুবাই প্রবাসী ও ইসলামিক ব্যাক্তিত্ব, শারজাহ "আলনামাত টাইপিং সেন্টারের" স্বত্বাধিকারী, বাংলাদেশী সফল উদ্দোক্তা, জনাব মাওলানা শেখ জাফর আলম। বিশ্ব মহামারী করোনার কারণে দীর্ঘদিন বাংলাদেশ আটকা পড়ার পর আবার ফিরে পেয়ে শারজাহ বিমান বন্দরে তাকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানায়। পরে তাকে ফুলে সাজানো গাড়ি দিয়ে অফিসে নিয়ে আসা হয়।
নিজ প্রতিষ্টানের এম ডি পদে কর্মরত প্রবাসী ভাই নবী হোসাইন নাঈম এর জন্য এতই আয়োজন,এতই ভালবাসা?
সত্যিই এটি নিখাদ ভালবাসার এক অনন্য নিদর্শন বলে মন্তব্য করেছেন প্রবাসীরা। টাইপিং সেন্টারের সংশ্লিষ্ট রা জানায়, এ সুন্দর আয়োজনের জন্য টাইপিং সেন্টারের সংশ্লিষ্ট কতৃপক্ষ অবশ্যই প্রশংসার দাবিদার।
রাব্বে করীমের নিকট দোয়া করি,যেন
আজীবন এই ভালবাসা, ভাললাগা অটুট থাকে। পাশাপাশি
নতুন/পুরাতন অতিথি সহ কর্মরত সকল কে ধন্যবাদ জানান টাইপিং সেন্টারের মালিক শেখ জাফর আলম।
উল্লেখ্য যে শারাজাহ আলনামাত টাইপিং সেন্টারের স্বত্বাধিকারী মাওলানা জাফর আলম টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা নামক গ্রামের স্থায়ী বাসিন্দা ও নবী হোসাইন হ্নীলা সিকদার পাড়ার স্থায়ী বাসিন্দা। উভয়ে জীবিকার তাগিদে আরব আমিরাতে প্রবাসে জীবন যাপন করছেন।#
Copyright © 2025 Teknaf News24. All rights reserved.